• আজ বৃহস্পতিবার
    • ১৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ৩রা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৫ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    গাজীপুরে সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিক নিহত

    গাজীপুরে সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিক নিহত

    গাজীপুর টিভি ডেস্ক | ২২ আগস্ট ২০২৩ | ৪:২৬ অপরাহ্ণ

    গাজীপুরের নাউজুট বিয়াইনবাড়ী এলাকায় তাকওয়া পরিবহন নামের এক বাসের ধাক্কায় মো. মোতালেব (৩৮) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।

    শনিবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ২টার দিকে মৃত ঘোষণা করেন।

    মোতালেবের সহকর্মী সাইফুল ইসলাম বলেন, মোতালেব মাস্টার চ্যাম নামক পোশাক কারখানার আয়রন অপারেটর হিসেবে কাজ করতেন। রাত সাড়ে ৯টার দিকে অফিস শেষে বাসায় ফেরার পথে গাজীপুরের নাউজুট বিয়াইনবাড়ী হোটেলের সামনে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী তাকওয়া নামের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

    পরে তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে মারা যান তিনি।

    তিনি আরও জানান, মোতালেব গাজীপুরের বাসন থানা এলাকার হাজী মোফাজ্জলের ছেলে।

    ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১