- আজ রবিবার
- ১২ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ২৭শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ৩০শে মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৮ আগস্ট ২০২৩ | ৯:৪২ অপরাহ্ণ
তারেক রহমানের বক্তব্য অনলাইন থেকে সরানো নিয়ে বিচারপতিরা যে আদেশ দিয়েছেন তা রাজনৈতিক পক্ষপাতদুষ্ট বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রধানমন্ত্রীকে খুশি করতেই এই আদেশ দেয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
সোমবার (২৮ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, এক পক্ষের বক্তব্য না শুনেই ৩০ সেকেন্ডের মধ্যে বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দলের প্রধান তারেক রহমানের বিরুদ্ধে আদেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি খসরুজ্জামান ও মো. খায়রুল আলমের বেঞ্চ।
আদেশে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দেওয়া হয়েছে যে, তারেক রহমানের সাম্প্রতিক দেওয়া সব বক্তব্য অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরাতে হবে। এই আদেশ মত প্রকাশের স্বাধীনতাকে সম্পূর্ণভাবে হরণ করেছে। আদালতের এ ধরনের আদেশের নামে নিকৃষ্ট প্রহসন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
রিজভী বলেন, হাইকোর্টের বিচারপতিদ্বয় তারেক রহমানের বক্তব্য ও বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরাতে বিটিআরসিকে যে নির্দেশ দিয়েছেন তা শেখ হাসিনার মনের ইচ্ছা ও তাকে খুশি করার জন্যই দেওয়া হয়েছে।
তিনি বলেন, প্রধান বিচারপতির কাছে অন্য আদালতে এই রিটটি বদলির জন্য আবেদন করা হলেও সেটিকে গ্রাহ্য না করে আদালতের এ আদেশ দেওয়ার বিষয়টি সম্পূর্ণভাবে ন্যায়বিচারকে পদদলিত করা।