• আজ রবিবার
    • ১২ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৭শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৩০শে মহর্‌রম ১৪৪৭ হিজরি

    “মিছিল-স্লোগানে মুখরিত সোহরাওয়ার্দী উদ্যান”

    “মিছিল-স্লোগানে মুখরিত সোহরাওয়ার্দী উদ্যান”

    গাজীপুর টিভি ডেস্ক | ০১ সেপ্টেম্বর ২০২৩ | ৩:০১ অপরাহ্ণ

    আজ বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রসমাবেশের আয়োজন করে বাংলাদেশ ছাত্রলীগ। এই সমাবেশে কে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছে বিভিন্ন নেতাকর্মীরা। তাদের স্লোগানে মুখরিত হচ্ছে সমাবেশস্থল।

    আজ বিকাল ৩টায় ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশে সারা দেশ থেকে পাঁচ লাখ শিক্ষার্থী সমাগমের ধারণা করা হয়েছে। এরইমধ্যে সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশে নেতা-কর্মীদের ভিড় বাড়ছে।

    শুক্রবার (১ সেপ্টেম্বর) বেলা বাড়ার সাথে সাথে মিছিল নিয়ে নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন। মিছিল-স্লোগানে টিএসসি গেইট, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান গেট, বাংলা একাডেমির সামনের গেইটসহ পুরো সোহরাওয়ার্দী উদ্যান এলাকা মুখরিত হয়ে উঠেছে।

    এ সময় নেতা-কর্মীদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা সরকার, বার বার দরকার’, বিএনপি-জামায়েতের কালো হাত, ভেঙে দাও’ স্লোগান দিতে শোনা যায়।

    জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব স্মরণে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    সমাবেশে বর্তমান প্রেক্ষাপটে তরুণদের দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি দেশবাসীর উদ্দেশে বার্তা দেবেন প্রধানমন্ত্রী। এতে সভাপতিত্ব করবেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১