- আজ সোমবার
- ৫ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৯শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে জিলকদ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০১ সেপ্টেম্বর ২০২৩ | ৩:৩৬ অপরাহ্ণ
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগ আয়োজিত ছাত্র সমাবেশে আসা নেতাকর্মীরা সমাবেশ স্থলেই জুমার নামাজ আদায় করেছেন। সবাই সমাবেশস্থলে নামাজ আদায় করতে পেরে সন্তোষ প্রকাশ করেন।
দুপুর দেড়টায় এই নামাজ আদায় করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে ইমামতি করেন তিতুমীর কলেজ ছাত্রলীগের উপ-ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ ওবায়দুল্লাহ।
শুক্রবার দুপুরে এই নামাজ আদায়ের বিষয়ে ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ আজিজুল হাকিম বলেন, শুক্রবার মুসলমান ধর্মাবলম্বীদের জন্য একটি পবিত্র দিন। আমরা জুমার নামাজ আদায় করেছি।
দুপুরের পর থেকে রাজধানীর বাইরে থেকে আসা সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের কর্মীদের ভিড় বাড়ছে সমাবেশের প্রবেশমুখে। ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির গেইট, বাংলা একাডেমি সামনের গেইট, কালী মন্দিরে গেইট ও রমনার আইইবির সামনের গেটে ভিড় দেখা যায়।