- আজ রবিবার
- ১২ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ২৭শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ৩০শে মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৩ সেপ্টেম্বর ২০২৩ | ৬:০০ অপরাহ্ণ
তারেক রহমান, জুবাইদা রহমানের শাস্তি কত দিবেন আপনি দিতে থাকেন। আমরা মিথ্যা মামলায় আর ভয় করি না। শত শত নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়েছেন। আপনার কাছে মুক্তি চাই না, মুক্তি কিছুদিনের মধ্যেই হবে। তত্ত্বাবধায়ক ব্যবস্থা আপনাকে মানতে হবে, এর কোন বিকল্প ব্যবস্থাপনার হাতে নাই। এমন মন্তব্য করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক।
এ সময় তিনি বলেন, কোনো স্বৈরাচার শাসকই ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে পারেনি, এই বাকশালি সরকারও পারবে না। বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী দল, মুক্তি যোদ্ধাদের দল, বহুদলীয় গণতন্ত্র প্রবর্তকের দল, লুটপাটের বিরুদ্ধে কথা বলার দল, জনগণের দুর্ভোগ লাঘবের দল, দেশ শান্তি রক্ষার দল, প্রশাসন নিরপেক্ষ রাখার দল। এবং বর্তমান আন্দোলনের জনগনের দাবি আদায়ের দল বিএনপি।
ফারুক বলেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য বেগম খালেদা জিয়াকে একটি মিথ্যা মামলায় মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন। আমরা আপনার কাছে তার মুক্তি চাই না। অচিরেই তিনি মুক্ত হবেন।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেন, এই সরকারের কাছে খালেদা জিয়ার মুক্তি চাই না। দেশের মানুষকে বলব খালেদা জিয়ার জন্য দোয়া করবেন তিনি যেন অক্টোবর পর্যন্ত বেঁচে থাকে। আগামী অক্টোবরের মধ্যেই এই সরকার বিদায় নিতে বাধ্য হবে।
সংগঠনের সভাপতি হুমায়ূন আহমেদ তালুকদারের সভাপতিত্বে এতে পেশাজীবী পরিষদ নেতা ইঞ্জিনিয়ার মো. আবু হানিফ, জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক প্রিন্সিপাল মা. মো. নেসার আহমেদসহ প্রমুখ উপস্থিত ছিলেন।