- আজ শুক্রবার
- ৫ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৮ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৭ই শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৩ সেপ্টেম্বর ২০২৩ | ৭:৪৭ অপরাহ্ণ
জনপ্রিয় নির্মাতা সোহানুর রহমান মারা গেছেন। উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক সমিতির উপমহাসচিব অপূর্ব রানা।
এর আগে গতকাল সন্ধ্যায় মারা গেছেন তার স্ত্রী। তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। এই শোক সইতে না পেরে তিনিও চলে গেলেন পরপারে।
অন্যদিকে সোহান নিজেও ছিলেন অসুস্থ। দীর্ঘদিন তিনি নিউরো রোগে ভুগছিলেন। দেশের চিকিৎসায় সুস্থ হতে না পেরে গত পরশু তার জাপানে যাওয়ার কথা ছিল। তবে সেটিও পিছিয়ে যায়। তার মৃত্যুতে চলচ্চিত্র পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে।
রোমান্টিক সিনেমার নির্মাতা হিসেবে বিশেষভাবে পরিচিত পেয়েছিলেন সোহানুর রহমান সোহান। তার ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমা দিয়ে সালমান শাহ ও মৌসুমীকে সিনেমায় নিয়ে আসেন।
সোহানুর রহমান সোহান শিবলি সাদিকের সহকারী হিসেবে তার চলচ্চিত্র কর্মজীবন শুরু করেন। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘বিশ্বাস অবিশ্বাস’ (১৯৮৮)।
এ নির্মাতার হাত ধরেই চলচ্চিত্রে আসেন সালমান শাহ, মৌসুমী, পপি ও ইরিন জামান। শাকিব খানের মুক্তি পাওয়া প্রথম ছবির পরিচালকও তিনি।
এ পরিচালকের উল্লেখযোগ্য চলচ্চিত্র হল: ‘কেয়ামত থেকে কেয়ামত’ (১৯৯৩), ‘স্বজন’ (১৯৯৬), ‘আমার ঘর আমার বেহেশত’, ‘অনন্ত ভালবাসা’ (১৯৯৯)।