• আজ মঙ্গলবার
    • ৯ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২২শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২১শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    কানাডীয়ানদের জন্য ভারতীয় ভিসা বন্ধ

    কানাডীয়ানদের জন্য ভারতীয় ভিসা বন্ধ

    গাজীপুর টিভি ডেস্ক | ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১:৫২ অপরাহ্ণ

    সম্প্রতি ভারতীয় বংশোদ্ভূত এক কানাডীয় নাগরিককে নিয়ে দুই দেশের রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। শিখ নেতা হরদীপ সিংয়ের মৃত্যু নিয়ে ভারত ও কানাডার মধ্যে রাজনৈতিক উত্তেজনা এখন চরমে।

    কানাডীয় নাগরিকদের ভিসা পরিষেবা বন্ধ করেছে ভারত। দুই দেশের মধ্যকার চলমান কূটনৈতিক উত্তেজনার মধ্যে এমন সিদ্ধান্ত নিল ভারত। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য নিশ্চিত করা হয়।

    কানাডার দাবি, হরদীপ সিংয়ের হত্যাকাণ্ডে ভারত সরকার জড়িত ছিল বলে তাদের কাছে বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে। তবে ভারত এই দাবি প্রত্যাখ্যান করেছে। ইতোমধ্যে দুই দেশই পরস্পরের কূটনীতিককে বহিষ্কার করেছে।

    এবার কানাডীয় নাগরিকদের ভিসা না দেওয়া সিদ্ধান্ত দিয়েছে ভারত। বিএলস ইন্টারন্যাশনাল নামে একটি অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের নোটিসে দেখা যায়, ভিসা সার্ভিস স্থগিত করা হয়েছে।

    নোটিসে বলা হয়, ২১ সেপ্টেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারতীয় ভিসা সেবা বন্ধ থাকবে। কানাডীয় নাগরিকদের ভিসা বন্ধের কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে দেশ দুটি।

    মানবকণ্ঠ/আরএইচটি

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০