- আজ মঙ্গলবার
- ৯ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২২শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২১শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ৬:১০ অপরাহ্ণ
সিরিয়ার সরকারপন্থি যোদ্ধা ও কুর্দি বাহিনীর মধ্যে তুমুল সংঘর্ষে ২৫ জন প্রাণ হারিয়েছেন। গত দুই দিন আরব জেলায় উভপক্ষের লড়াই চলছে। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে সিরিয়ার পর্যবেক্ষণ সংস্থা।
যুক্তরাষ্ট্র মদদপুষ্ট কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ার ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) দাবি করেছে, সোমবার তাদের নিয়ন্ত্রিত এলাকায় বন্দুকধারীরা প্রবেশ করে। এরপরই উপযুক্ত জবাব দিয়ে সশস্ত্র বন্দুকধারীদের তাড়িয়ে দিয়েছে এসডিএফের যোদ্ধারা।
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, সরকারপন্থি যোদ্ধারা ফোরাত নদী পার হলে সংঘর্ষের সূত্রপাত হয়। নিহতরা কোন পক্ষের তা জানা যায়নি।
এই মাসের শুরুতে একই জায়গায় এসডিএফের সঙ্গে আরব উপজাতিদের মধ্যেও ১০ দিনের সংঘর্ষ চলে। এতে অন্তত ৯০ জন নিহত হন। আহত হন আরও অনেকে।
সূত্র: এএফপি