• আজ বুধবার
    • ১লা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৬ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে মহর্‌রম ১৪৪৭ হিজরি

    তামিম-রিয়াদ ইস্যুতে সাক্ষাৎকার দিয়েছেন সাকিব

    তামিম-রিয়াদ ইস্যুতে সাক্ষাৎকার দিয়েছেন সাকিব

    গাজীপুর টিভি ডেস্ক | ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ৭:৩৬ অপরাহ্ণ

    সম্প্রতি বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা নিয়ে অনেক নাটকীয়তা শুরু হয়েছে। তামিমকে ছাড়াই দল ঘোষণা করেছে বিসিবি। এবং তার ফিটনেস নিয়েে প্রশ্ন তোলা হয়েছে। এই সকল ইস্যুতে গণমাধ্যমকে সাক্ষাতকার দিয়েছে ওযানডে দলের ক্যাপ্টেন সাকিব আল হাসান।

    ওদিকে তামিম ভিডিও বার্তায় জানিয়েছেন, ফিজিও’র রিপোর্টে বিশ্বকাপ খেলতে পারবেন না এমন কিছু নেই। তিনিও ভালো অবস্থানে ছিলেন। তবে বোর্ড থেকে তাকে বিশ্রাম দিয়ে দিয়ে খেলানোর কথা বলেছিল। এমনকি মিডল অর্ডারে নামানোর প্রস্তাব দিয়েছিল।

    বোর্ড থেকে তাকে পরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেছেন তামিম। একদিকে অভিজ্ঞ তামিম দল থেকে বাদ পড়েছেন আবার যে মাহমুদউল্লাহ রিয়াদের বিশ্বকাপ দলে থাকার কথা ছিল না, তিনিই খেলতে গেছেন ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে।

    এসব বিষয়ে অধিনায়ক সাকিব ও কোচ চন্ডিকা হাথুরুসিংহের দায় দেখা হচ্ছে। বিষয়টি নিয়ে ক্রীড়া বিষয়ক সম্প্রচার মাধ্যম টি-স্পোর্টসকে এক সাক্ষাৎকার দিয়েছেন অধিনায়ক সাকিব। যে সাক্ষাৎকারটি তাদের ইউটিউব চ্যানেলে রাত ১১টায় প্রচারিত হবে।

    টি-স্পোর্টস এরই মধ্যে একটি প্রোমো ভিডিও ছেড়েছে। যা থেকে ধারণা পাওয়া গেছে যে, সাক্ষাৎকারে তামিম-রিয়াদ ইস্যু, অধিনায়কত্ব ছেড়ে দিতে চাওয়া ইত্যাদি বিষয়ে কথা বলেছেন সাকিব।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১