• আজ শুক্রবার
    • ৫ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৮ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৭ই শাওয়াল ১৪৪৬ হিজরি

    দাগনভূঁঞাতে যুবলীগ নেতার বাড়ি থেকে টিসিবির মালামাল উদ্ধার

    দাগনভূঁঞাতে যুবলীগ নেতার বাড়ি থেকে টিসিবির মালামাল উদ্ধার

    গাজীপুর টিভি ডেস্ক | ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ৯:১৬ পূর্বাহ্ণ

    ফেনীর দাগনভূঁঞায় সরকারি টিসিবির মালামাল চুরি করে বিক্রি করার অভিযোগে নজরুল ইসলাম বাঙ্গালি নামের এক ডিলারের বাড়ির আঙ্গিনা থেকে ১৬ বস্তা ডাল, ৩৩ বস্তা চাল, ৮৩ বোতল (২ লিটারের বোতল) তেল উদ্ধার করেছে প্রশাসন।

    শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে দাগনভূঁঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের জয়নারায়ণপুর গ্রামের দিঘীর জান নামক এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।

    নজরুল ইসলাম বাঙ্গালী উপজেলার রাজাপুর ইউনিয়নের জয় নারায়ণপুর গ্রামের রুস্তম আলীর ছেলে ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক।

    এলাকাবাসী সূত্রে জানা যায়, টিসিবির মালামাল জনগণকে না দিয়ে বিক্রির চেষ্টা করছিল। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাজ শারমিন এক অভিযান পরিচালনা করে এ মালামালগুলো উদ্ধার করেন। অভিযানের টের পেয়ে ডিলার নজরুল ইসলাম বাঙ্গালি পালিয়ে যায়।

    দাগনভূঁঞা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাজ শারমিন অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, ডিলারের বিরুদ্ধে
    খুব দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০