- আজ মঙ্গলবার
- ৯ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২২শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২১শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ১১:৫৩ পূর্বাহ্ণ
জিম্বাবুয়ের একটি স্বর্ণের খনিতে ধসের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ছয় খনি শ্রমিক নিহত হয়েছেন। এবং আরো ১৫ জন শ্রমিক আটকা পড়েছেন। শনিবার সকালে জিম্বাবুয়ের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে বিবিসি।
সূত্র মাধ্যমে জানা গেছে, গতকাল শুক্রবার দেশটির রাজধানী হারারে থেকে ১০০ কিলোমিটার পশ্চিমে চেগুতুতে বে হর্স নামের ওই খনি ধসে ৩০ জনের বেশি শ্রমিক আটকে পড়েন। পরে ১৩ শ্রমিককে উদ্ধার করা হয়েছে। যারা ভূগর্ভে আটকা আছে তাদের উদ্ধার তৎপরতা এখনো অব্যাহত রয়েছে। তবে খনি ধসের সঠিক কারণ জানা যায়নি।
উল্লেখ্য, জিম্বাবুয়েতে খনি ধসে শ্রমিক নিহতের ঘটনা এবারই প্রথম নয়। আগে কয়েকবার এ ধরনের ঘটনা ঘটেছে। ২০১৯ সালে কডোমা শহরের কাছে সিলভার মুন খনিতে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট ধসে ডজন খনি শ্রমিক নিহত হন।