- আজ মঙ্গলবার
- ৯ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২২শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২১শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০২ অক্টোবর ২০২৩ | ১১:০০ পূর্বাহ্ণ
মেক্সিকোতে একটি গির্জার ছাদ ধসের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও কমপক্ষে ২০ জন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে জানা গেছে। দুর্ঘটনার সময় ওই গির্জায় প্রায় ১০০ জনের মতো মানুষ ছিল।
স্থানীয় সময় রবিবার দেশটির তামাউলিপাস প্রদেশের একটি গির্জায় এই ঘটনা ঘটে।
গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, সিউদাদ মাদেরোর সান্তা ক্রুজ গির্জার ছাদ ধসে পড়ে। এতে সাতজন নিহত হয়। এছাড়া ১০জনকে জনকে আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
উপকূলীয় প্রদেশ তামাউলিপাসের পুলিশ জানিয়েছে, ছাদ ধসের সময় গির্জাটিতে প্রায় ১০০ জন লোক ছিল। দুর্ঘটনার সময় সেখানে ব্যাপ্টিজম অনুষ্ঠান চলছিল বলে জানা গেছে।
আটকে পড়াদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে বলে ধারণা করা হচ্ছে এবং তাদের উদ্ধারে তৎপরতা চলছে।