• আজ বৃহস্পতিবার
    • ১৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ৩রা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৫ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    গাজীপুরে টেক্সটাইল গোডাউনে অগ্নিকাণ্ড

    গাজীপুরে টেক্সটাইল গোডাউনে অগ্নিকাণ্ড

    গাজীপুর টিভি ডেস্ক | ০২ অক্টোবর ২০২৩ | ১১:০৪ পূর্বাহ্ণ

    গাজীপুরের গাছা এলাকার কলম্বিয়া রোডে ইউনি ম্যাক্স টেক্সটাইলের টিনশেড গোডাউন ও পাশের টিনশেড বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

    সোমবার (২ অক্টোবর) এ তথ্য জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ওয়্যারহাউজ ইন্সপেক্টর (মিডিয়া সেল) মো. আনোয়ারুল ইসলাম।

    তিনি বলেন, সোমবার (২ অক্টোবর) ভোর ৩টা ২৯ মিনিটে গাজীপুরের গাছা এলাকার কলম্বিয়া রোডে ইউনি ম্যাক্স টেক্সটাইলের টিনশেড গোডাউন ও পাশের টিনশেড বাসায় অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। ৩টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। গাজীপুর ও টঙ্গী ফায়ার স্টেশনের ৬টি ইউনিট কাজ করে।

    তিনি আরও বলেন, ভোর ৪টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আর ৬টা ৪০ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ, ক্ষতি ও উদ্ধারের পরিমাণ তদন্তের পর জানা যাবে বলেও জানান তিনি।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১