• আজ শনিবার
    • ৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৯শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    প্রথমেই দুই উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ

    প্রথমেই দুই উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ

    গাজীপুর টিভি ডেস্ক | ০২ অক্টোবর ২০২৩ | ৩:১৯ অপরাহ্ণ

    বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই দুই উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ।

    এই প্রতিবেদন লেখার আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮ ওভারে ২ উইকেটে ৪৫ রান।

    আসামের গুয়াহাটিতে আজ টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দলের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন লিটন দাস ও তানজিদ তামিম।

    শ্রীলংকার বিপক্ষে আগের ম্যাচে দারুণ সূচনা করলেও এদিন দ্রুতই ভাঙে লিটন-তামিম জুটি। যদিও শুরুটা ভালো কিছুরই ইঙ্গিত দিচ্ছিল। ছক্কা হাঁকিয়ে এদিন রানের খাতা খোলেন তামিম। আর লিটন ইনিংস শুরু করেন চার মেরে।

    প্রথম দুই ওভারেই ১৮ রান যোগ করেন লিটন-তামিম। তবে তৃতীয় ওভারের প্রথম বলেই আউট হন লিটন। রিস টপলির নিরীহ এক ডেলিভারিতে জস বাটলারের তালুবন্দী হন তিনি। এর আগে করেন মাত্র ৫ রান।

    তিনে নেমে দ্রুতই সাজঘরে ফেরেন শান্ত। টপলির দ্বিতীয় শিকারে পরিণত হওয়ার আগে ১১ বলে মাত্র ২ রান করেন তিনি। তামিম ও মেহেদী হাসান মিরাজ এখন দলকে এগিয়ে নিচ্ছেন। তামিম অপরাজিত আছেন ৩০ রানে এবং তার সাথে মিরাজ ব্যাট করছেন ৫ রানে।

    মানবকণ্ঠ/আরএইচটি

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০