- আজ শুক্রবার
- ৫ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৮ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৭ই শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৩ অক্টোবর ২০২৩ | ৬:১৫ অপরাহ্ণ
রাজবাড়ীর কালুখালী থানা পুলিশের অভিযানে দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো, কালুখালী উপজেলার দূর্গাপুর গ্রামের মো. নুরু বিশ্বাসের ছেলে মো.রুহুল বিশ্বাস (৩২), ও তার স্ত্রী সুফিয়া খানম (২৮)।
মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কালুখালী থানার অফিসার ইনচার্জ প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস।
বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সুবোধ চন্দ্র বর্মন, এসআই প্রদীপ চন্দ্র সরকার সঙ্গীয় র্ফোস সোমবার (২ অক্টোবর) দিনগত রাত পৌনে ৯ টার দিকে কালুখালী থানার মাঝবাড়ী ইউনিয়নের কোমরপুর গ্রামের শমসের মার্কেটের চার রাস্তার মোড়ে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। এসময় তাদের নিকট থেকে দুই কেজি গাঁজা জব্দ করা হয়।
এ ব্যাপারে কালুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে আসামীদের রাজবাড়ীর আদালতে সোপর্দ করা হয়েছে।