• আজ শুক্রবার
    • ৫ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৮ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৭ই শাওয়াল ১৪৪৬ হিজরি

    অভিনেতা হওয়ার আগে থেকে আমরা ভালো বন্ধু: অপূর্ব

    অভিনেতা হওয়ার আগে থেকে আমরা ভালো বন্ধু: অপূর্ব

    গাজীপুর টিভি ডেস্ক | ০৪ অক্টোবর ২০২৩ | ৬:১০ অপরাহ্ণ

    দেশের চলচ্চিত্র ও ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করেছেন দর্শকপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। টালিউডে প্রতিম ডি গুপ্ত পরিচালিত ছবি ‘চালচিত্র’র মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার। বর্তমানে সিনেমার শুটিংয়েই কলকাতায় ব্যস্ত সময় পার করছেন এই জনপ্রিয় অভিনেতা।

    প্রথম ছবিতেই নায়কের খোলস পাল্টে খলচরিত্রে নিজেকে হাজির করবেন এই অভিনেতা। ছবির শুটিংয়ের ফাঁকে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ঢালিউড ‍সুপারস্টার শাকিব খান ও বন্ধু আফরান নিশোকে নিয়ে কথা বলেছেন অপূর্ব।

    কলতাকার অনেকেই নিশোকে অপূর্বের সঙ্গে মিলিয়ে ফেলেন। চেহারায় বেশ সাদৃশ্যে থাকায় আফরান নিশোর মতোই পরিস্থিতির মুখে পড়তে হয়েছে কি না? এমন প্রশ্নে জবাবে অপূর্ব বলেন, ‘বিড়ম্বনায় নিশোকে পড়তে হয়েছে। প্রচুর মানুষ ওকে অপূর্ব বলে ডাকত। ওকে বেশ ভুগতে হয়েছে এটার জন্য।’
    ব্যক্তিগত জীবনে দু’জনেই বেশ ভালো বন্ধু।

    আবার শোনা যায়, কাজের প্রতিযোগিতা করতে গিয়ে নাকি তাদের মধ্যে ঠাণ্ডা যুদ্ধও চলে। সে কারণে নাকি তাদের মনোমালিন্য তৈরি হয়। একজন নাকি অন্যজনকে সহ্যও করতে পারেন না। সে বিষয়টিও পরিস্কার করেছেন অপূর্ব। অপূর্বর ভাষ্য, থ্যাঙ্ক গড ও নিশো হয়ে উঠতে পেরেছে। আসলে নিশোকে আমিই নিয়ে এসেছিলাম পর্দায়। অভিনেতা হওয়ার আগে থেকে আমরা ভালো বন্ধু। আমি যখন নাটক শুরু করি, তখনই রাকায়েত ভাইকে বলেছিলাম ওকে (নিশো) নাটকে নেওয়ার কথা।

    এরপর আসে শাকিব খান প্রসঙ্গে অপূর্ব বলেন, আমি শুধু বলতে পারি তিনি ‘সুপারস্টার’। এত বছর ধরে একটা ইন্ডাস্ট্রিকে ধরে রাখতে দম লাগে। সেই সম্মান তার প্রাপ্য। কেউ কারও থেকে কম বা বেশি নয়। সবার জীবনে উত্থান-পতন থাকে। আজ যে ‘সুপারস্টার’, ভবিষ্যতে অন্য কেউ সেই জায়গা নেবে।

    এসময় সিনেমায় সেভাবে কাজ না করা নিয়ে অপূর্ব বলেন, আমি ‘গ্যাংস্টার রিটার্নস’ বলে একটা সিনেমা করেছিলাম। কিন্তু আচমকা সিনেমাটা নির্ধারিত সময়ের এক সপ্তাহ আগে মুক্তি পেয়ে যায়। তখন কিছু একটা হয়েছিল। আমি তো সিনেমার লোক না, বুঝতাম না। ওটা একটা তিক্ত অভিজ্ঞতা জীবনের। আমি অপূর্ব হয়েছি নাটকের জন্য। সিনেমার ক্ষেত্রে ব্যাটে-বলে মেলেনি। আসলে কখনও আমার গল্প পছন্দ হয়নি, কখনও পারিশ্রমিক পছন্দ হয়নি। সব কিছু মিললে তবেই তো ভাল কাজ হয়।

    সূত্র: আনন্দবাজার

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০