• আজ শুক্রবার
    • ২৭শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ১১ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৪ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    সিকিমে বিপজ্জনক হারে বাড়ছে তিস্তার পানি, নিখোঁজ ৪৩

    সিকিমে বিপজ্জনক হারে বাড়ছে তিস্তার পানি, নিখোঁজ ৪৩

    গাজীপুর টিভি ডেস্ক | ০৪ অক্টোবর ২০২৩ | ৮:০৫ অপরাহ্ণ

    ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে ভারী বর্ষণের ফলে আকস্মিক বন্যার পানিতে ভেসে গেছেন অন্তত ৪৩ জন। নিখোঁজদের মধ্যে দেশটির সামরিক বাহিনীর ২৩ সদস্য রয়েছেন। নিখোঁজ সৈন্যদের খোঁজে ব্যাপক পরিসরে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী।

    বুধবার সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, তিস্তা নদীর তীর উপচে সিকিমের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছে। এতে ২৩ সৈন্যসহ কমপক্ষে ৪৩ জন নিখোঁজ রয়েছেন।

    দেশটির সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, বন্যার পানির তোড়ে লাচেন উপত্যকার কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্যের চুংথাং বাঁধের পানি ছেড়ে দেওয়ায় হঠাৎ করে পানির স্তর ১৫-২০ ফুট বৃদ্ধি পেয়েছে। এর ফলে সিংটামের কাছে বারদাংয়ে পার্কিং করে রাখা সেনাবাহিনীর বেশ কিছু গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেনাবাহিনীর ২৩ সদস্য নিখোঁজ ও কিছু যানবাহন ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে।

    সিকিমের স্থানীয় প্রশাসন সেখানকার বাসিন্দাদের জন্য বন্যার উচ্চ সতর্কতা জারি করেছে। স্থানীয় বাসিন্দাদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, বন্যার পানিতে বিভিন্ন এলাকার রাস্তাঘাট ভেসে গেছে।

    রাজ্যের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের সময় বলেছেন, বন্যায় এখন পর্যন্ত কেউ আহত হননি। তবে সরকারি সম্পত্তির উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। সিংটামে কয়েকজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। ত্রাণ তৎপরতা চলছে।

    দেশটির আবহাওয়া অধিদপ্তর বলছে, সিকিমের চুংথাং হ্রদ উপচে পড়ায় তিস্তা ফুলেফেঁপে উঠেছে। এর ফলে গজলডোবা, দোমোহনী, মেখলিগঞ্জ এবং ঘিশের মতো নিম্নাঞ্চলে বিপর্যয় দেখা দিতে পারে। বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দেশটির এই আবহাওয়া দপ্তর।

    সূত্র: এনডিটিভি

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১