- আজ শনিবার
- ৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৯শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৬ অক্টোবর ২০২৩ | ৩:৩৮ অপরাহ্ণ
প্রথমে টস হার। এরপর ব্যাটিংয়ে ধস। এক কথায়, বিশ্বকাপে বাজে শুরু পাকিস্তানের। ১৯৯২ বিশ্বকাপ চ্যাম্পিয়নদের চাপে রেখেছে নেদারল্যান্ডস। ডাচদের বোলিংয়ে তোপে প্রথম পাওয়ারপ্লের ১০ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ৪৩ রান।
হায়দরাবাদে রাজীব গান্ধী স্টেডিয়ামে ইনিংসের চতুর্থ ওভারে প্রথম উইকেট হারায় পাকিস্তান। দুর্দান্ত এক ফিরতি ক্যাচে ফখর জামানকে আউট করেন ডাচ পেসার লোগ্যান ফন বিক। ১৫ বলে খেলে ৩ চারে ১২ রান করে ফিরেন পাকিস্তানি ওপেনার। বাবর আজমের গুরুত্বপূর্ণ উইকেট পকেটে পুড়েন কলিন একারম্যান।
পাকিস্তান অধিনায়কের ১৮ বলের ইনিংসে ছিল না কোনো বাউন্ডারি। সর্বসাকুল্যে ৫ রান করতে পারেন বাবর। পাওয়ারপ্লের শেষ ওভারে পথ হারান আরেক ওপেনার ইমাম উল হক। ১৫ রান করা এই ব্যাটারকে শিকার বানান পল ফন মিকারেন। পথ হারানো দলের হাল ধরেছেন মোহাম্মদ রিজওয়ান এবং সৌদ শাকিল।
টস হারের পর বাবর বলেছিলেন, তাদের লক্ষ্য ২৯০-৩০০ এর বেশি রান করা। তবে শুরুর দিকে ব্যাটিং ধসে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানো পাকিস্তানের জন্য এখন কঠিন চ্যালেঞ্জ।