• আজ বুধবার
    • ১লা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৬ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে মহর্‌রম ১৪৪৭ হিজরি

    ইংল্যান্ডের বিপক্ষে ব্যর্থ বাংলাদেশের ব্যাটিং অর্ডার

    ইংল্যান্ডের বিপক্ষে ব্যর্থ বাংলাদেশের ব্যাটিং অর্ডার

    গাজীপুর টিভি ডেস্ক | ১০ অক্টোবর ২০২৩ | ৫:২০ অপরাহ্ণ

    বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ ধর্মশালায় টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাট করতে নেমে দুই ওপেনারের দুর্দান্ত সূচনার পর শত রান পেরোনো ঝলমলে এক ইনিংস খেলেছেন ডেভিড মালান।

    ইংলিশ এই ওপেনারের ১৪০ রানের ইনিংসে শেষ পর্যন্ত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৬৪ রানের সংগ্রহ পেয়েছে জস বাটলারের দল। পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ইংলিশ বোলারদের তোপে পাওয়ার প্লের মধ্যে টপ অর্ডারের চার উইকেটে হারিয়ে বিপাকে টাইগাররা।

    ইংলিশদের দেওয়া ৩৬৫ রানের লক্ষ্যে বাংলাদেশের হয়ে ওপেনিংয়ে ব্যট করতে আসেন লিটন দাস ও তানজিদ তামিম। এই দুই ওপেনারে শুরুতেই ভালো এনে দেন দলকে। ক্রিস ওকসের শুরু করা ইনিংসের প্রথম ওভারেই টানা তিন চার নেন লিটন দাস।

    লক্ষ্য তাড়ায় বাংলাদেশের হয়ে যথারীতি ইনিংস উদ্বোধনে নামেন লিটন দাস ও তানজিদ হাসান তামিম। ম্যাচের প্রথম ওভারেই তিন বাউন্ডারিতে ১২ রান তুলে নেন লিটন। তবে দ্বিতীয় ওভারেই খেই হারায় টাইগাররা। ম্যাচের দ্বিতীয় ওভারে রিস টপলির বলে জনি বেয়ারস্টোর তালুবন্দী হয়েছেন তামিম। আউট হওয়ার আগে ১ রান করেন তিনি।

    এরপর উইকেটে আসেন নাজমুল হোসেন শান্ত। তবে রানের খাতা খোলার আগেই টপলির বলে লিভিংস্টোনকে ক্যাচ দেন তিনি। ম্যাচের শুরুতেই দুই উইকেট হারিয়ে রীতিমতো চাপে পরা বাংলাদেশ। পরে সাকিব আল হাসানকে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছিলেন লিটন।

    তবে টাইগার দলপতিও ব্যর্থ ইনিংস বড় করতে। দলীয় ২৬ রানে টপলির বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। আউট হবার আগে ৯ বলে ১ রান করেন তিনি।

    চতুর্থ উইকেটে ব্যাট করতে আসে বাংলাদেশে ভরসার নাম মিরাজ। তবে আজ ইনিংস বড় করতে পারেননি এই অলরাউন্ডার। দলীয় ৪৯ রানে ক্রিস ওকসের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি। প্যাভিলিয়নের পথ ধরার আগে ৭ বলে ৮ করেন তিনি।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১