- আজ সোমবার
- ৫ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৯শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৮ই জিলকদ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১২ অক্টোবর ২০২৩ | ১২:২১ অপরাহ্ণ
‘সরকারের বিদায়ঘণ্টা বেজে গেছে বুঝতে পেরে তারা ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছে। আন্দোলন দমাতে একযুগ আগের মামলায় নেতাদের সাজা দেওয়া হচ্ছে। উদ্দেশ্য, তাদের আন্দোলন থেকে দূরে রাখা।’ এ কথা বলেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম।
বুধবার সন্ধ্যায় নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ জোন-৭ এবং ৮-এর সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাম বলেন, ‘আর কতজনকে জেলে নেবেন। আমরা শহীদ হতে প্রস্তুত। তবুও এ দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা পিছপা হবো না। দেয়ালে মানুষের পিঠ ঠেকে গেছে। প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত।’
ঢাকা মহানগর দক্ষিণের জোন-৭-এর সমন্বয়ক আনম সাইফুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সিনিয়র যুগ্ম আহ্বয়ক নবী উল্লাহ নবী, জোন-৭-এর সমন্বয়ক আব্দুস সাত্তার, মহানগর নেতা মো. ফরহাদ হোসেন, আকবর হোসেন নান্টু, জুম্মন মিয়া, জামশেদুল আলম শ্যামল, আব্দুল হাই পল্লবসহ যাত্রাবাড়ী, ডেমরা, শ্যামপুর, কদমতলী থানার নেতারা।