- আজ শনিবার
- ৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৯শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৮ই শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৩ অক্টোবর ২০২৩ | ১০:৪২ পূর্বাহ্ণ
বিশ্বমঞ্চে সেরা ছন্দে নিউজিল্যান্ড। দুরন্ত কিউইরা দুর্দান্ত শুরু পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে বিধ্বস্ত করে। দুর্বল নেদারল্যান্ডসকে হারিয়েছে হেসেখেলে। নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনকে ছাড়াই দারুণ দুই জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে নিউজিল্যান্ড। তাদের এখন আরও শক্তিধর উইলিয়ামসন ফেরায়। শক্তিশালী এই নিউজিল্যান্ডের সামনে এখন বাংলাদেশ।
যে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ড, সেই ইংল্যান্ডের বিপক্ষে উড়ে গেছে বাংলাদেশ। সেই হারের স্মৃতি ভুলে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে আজ কিউইদের মুখোমুখি হবে টিম টাইগার্স। দুই দলের খেলা মাঠে গড়াবে বাংলাদেশ সময় বেলা আড়াইটায়। ভেন্যু চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়াম। যার সংক্ষিপ্ত নাম চিপক।
ইতিহাস বলছে, স্পিনারদের জন্য বোলিং স্বর্গ চিপকের উইকেট। চলতি টুর্নামেন্টেও পাওয়া গেছে এর প্রমাণ। এই ভেন্যুতে এখন পর্যন্ত ২০২৩ বিশ্বকাপের একটি ম্যাচ হয়েছে। সেই লড়াইয়ে অস্ট্রেলিয়াকে ভারত হারিয়েছে স্পিনারদের ভেলকিতে। এটা যেমন টাইগারদের জন্য দারুণ সুখবর, তেমনি দুশ্চিন্তার কারনও।
এ নিয়ে সন্দেহ নেই যে স্পিনভাগ বাংলাদেশ দলের শক্তির জায়গা। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ছাড়াও টাইগার শিবিরে আছে মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ এবং শেখ মাহাদির মতো ঘূর্ণিবাজরা। স্পিনে মাহমুদউল্লাহ রিয়াদও বড় অস্ত্র দলের। ধারণা করা হচ্ছে, স্পিনে শক্তি বাড়িয়েই কিউইদের ঘায়েল করতে নামবে বাংলাদেশ।
টাইগারদের এটা ভুলে গেলে চলবে না যে প্রতিপক্ষের কাছেও আছে ভালো মানের ঘূর্ণি জাদুকর। লেগব্রেকার ইশ সোধি হয়ে উঠতে পারে নিউজিল্যান্ডের তুরুপের তাস। মিচেল স্যান্তনার এবং রাচিন রবীন্দ্রও কম যান না স্পিনে। সাকিবদের ভালো বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ে শক্তহাতেই সামলাতে হবে কিউই ত্রয়ীকে।
এক কথায়, স্পিনারদের স্বর্গরাজ্যে সমানে-সমান দুই দল। আর শক্তি-সামর্থ্য, অতীত-বর্তমান পারফরম্যান্স এবং পরিসংখ্যান, সব দিকে থেকে নিউজিল্যান্ডের চেয়ে পিছিয়ে বাংলাদেশ। এখন পর্যন্ত ওয়ানডেতে ৪১ বার মুখোমুখি দুই দল। নিউজিল্যান্ড জিতেছে ৩০টিতে। বাংলাদেশের জয় মাত্র ১০টি। পরিত্যক্ত হয়েছে একটি ম্যাচ।
ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে হারের রেকর্ড নেই নিউজিল্যান্ডের। টুর্নামেন্টে আজ ষষ্ঠবারের মতো দেখা হবে দুই দলের। আগের পাঁচ সাক্ষাতেই জয়ের হাসি হেসেছে কিউইরা। বাংলাদেশ কি পারবে ব্যর্থতার এই বৃত্ত ভাঙতে? প্রশ্নের উত্তর পাওয়া যাবে ম্যাচ শেষেই।