• আজ শনিবার
    • ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ৫ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৪ঠা শাওয়াল ১৪৪৬ হিজরি

    আগামী বছর থেকেই ফের ঘুরে দাঁড়াবে ফাইভ-জি স্মার্টফোন

    গাজীপুর টিভি আইসিটি ডেস্ক | ০৩ জানুয়ারি ২০২১ | ৭:১৫ অপরাহ্ণ

    করোনাকালে নতুন করে স্বাভাবিকের সঙ্গে ধীরে ধীরে চাঙা হচ্ছে স্মার্টফোনের বাজার। তবে এ বছর ফাইভ-জি নেটওয়ার্ক-সমর্থিত স্মার্টফোনের বাজার কিছুটা কমতে দেখা যাবে। কিন্তু আগামী বছর থেকেই ফাইভ-জি স্মার্টফোনের বাজার আবার ঘুরে দাঁড়াবে।
    বাজার গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডিজিটাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
    গবেষকেরা ২০১৯ সালের তুলনায় এ বছরে স্মার্টফোনের বাজার ১০ দশমিক ৭ শতাংশ কমতে পারে বলে পূর্বাভাস দিচ্ছেন। তবে ২০২১ সালে বাজার আবার ৯ দশমিক ৯ শতাংশ বাড়তে পারে। ধারণা করা হচ্ছে, আগামী বছরে ১৩০ কোটি ইউনিটের বেশি স্মার্টফোন বিক্রি হবে।

    ক্যানালিসের প্রতিবেদনে অনুযায়ী, এ বছরে ফাইভ-জি স্মার্টফোন ২৭ কোটি ৮০ লাখ ইউনিট ছাড়াতে পারে। এ বছর ফাইভ-জি স্মার্টফোন বিক্রি বাড়ার পেছনে ভূমিকা রেখেছে চীন।
    দেশটির স্থানীয় বাজারে ফাইভ-জি নেটওয়ার্ক-সমর্থিত স্মার্টফোন বিক্রি বাড়ার ঘটনা এতে প্রভাব ফেলছে। চীন ছাড়াও উত্তর আমেরিকা ও ইউরোপে ফাইভ-জি স্মার্টফোনের বড় বাজার হিসেবে উঠে আসার পূর্বাভাস দিচ্ছেন বিশেষজ্ঞরা।
    ক্যানালিসের বিশ্লেষক সেংতাও জিন বলেন, চীনা বাজার অর্থনীতির যে পরিস্থিতি, তাতে নির্মাতারা সাশ্রয়ী দামের ফাইভ-জি স্মার্টফোন অন্য দেশের বাজারে ছাড়তে অনুমতি দেবে। অন্য দেশে ফাইভ-জি অবকাঠামো প্রস্তুত না থাকলেও চীন সেখানে ফাইভ-জি স্মার্টফোনের সুবিধা দেবে।
    ২০২১ সালে চীনে যেসব ফাইভ-জি নেটওয়ার্ক-সমর্থিত স্মার্টফোন আসবে, তার দাম ৪০০ মার্কিন ডলারের কম হবে। আগামী এক বছরে চীনে ফাইভ-জি পেনিট্রেশন বা নেটওয়ার্ক ব্যবহারের হার ৮৩ শতাংশে পৌঁছাবে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০