- আজ শনিবার
- ৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৯শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৮ই শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৬ অক্টোবর ২০২৩ | ১১:০৪ পূর্বাহ্ণ
ধারাবাহিক পারফর্ম অনেকদিন ধরেই করতে পারছেন না লিটন দাস। ছন্দের খোঁজে থাকা বাংলাদেশের ওপেনার পুনের টিম হোটেলে হারালেন মেজাজ হারিয়েছেন। নিরাপত্তাকর্মী ডেকে টিম হোটেল থেকে সাংবাদিকদের বের করে দেয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। লিটনের এমন অপেশাদার আচরণে বিস্মিত সকল গণমাধ্যমকর্মীরা।
আগামী ১৯শে অক্টোবর বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচটি খেলতে পুনের কনর্যাড নামের একটি পাঁচ তারকা হোটেলে অবস্থান করছেন টাইগাররা। আজ সেই হোটেলের সামনে সাংবাদিকদের দেখে ক্ষেপে যান লিটন। রেগে-মেগে তিনি হোটেলের নিরাপত্তাকর্মীদের ডাক দেন। তাদের কাছে জানতে চান, মিডিয়ার লোকেরা এখানে কী করছেন? তারা কেন আমাদের ছবি তুলছেন? হোটেল সিকিউরিটিদের বলেন গণমাধ্যমকর্মীদের বের করে দিতে।
এরপরও যে আরো কিছু বলেছেন, এর প্রতিক্রিয়াও কিছুক্ষণের মধ্যেই টের পেতে শুরু করেন উপস্থিত বাংলাদেশের সাংবাদিকরা। কয়েকজন নিরাপত্তাকর্মী এসে বিনয়ের সঙ্গে জানিয়ে যান, ‘আপনাদের এখন বেরিয়ে যেতে হবে।’
পরে তাদের একজন বের হয়ে যাওয়ার আগে দেন এর ব্যাখ্যাও, ‘দুঃখিত, আপনাদের একজন খেলোয়াড় অভিযোগ করাতেই আমাদের এমনটি করতে হচ্ছে।
জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক জাহিদ চৌধুরী এ প্রসঙ্গে বলেন, খুবই অপেশাদার আচরণ করলেন লিটন দাস। বিশ বছরের ক্রীড়া সাংবাদিকতার ইতিহাসে অনেক ইভেন্ট কাভার করেছি, কোনো বাংলাদেশি ক্রিকেটারকে সাংবাদিকদের সাথে এমন আচরণ করতে কখনও দেখিনি।
অথচ, ভিন্ন মেরুতে অবস্থান করছেন বাংলাদেশ দলের অন্য ক্রিকেটারা। তারা কৌতুহলী গণমাধ্যম প্রতিনিধিদের সাথে কুশল করছেন। অথচ, লিটন দাস বাজে আচরণের মাধ্যমে যেন তার মাঠের বিরক্তিই তুলে ধরছেন। ওয়ানডে ফরম্যাটে শেষ ৯ ইনিংসে দুটি ফিফটি হাঁকানো লিটন দাস ডাক মেরেছেন দু’বার। এর একটি ‘গোল্ডেন ডাক’। পাঁচ ম্যাচে ছুঁতে পারেননি বিশের কোঠা।