- আজ শনিবার
- ৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৯শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৮ই শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৬ অক্টোবর ২০২৩ | ১২:৫০ অপরাহ্ণ
বড় মঞ্চে ইংল্যান্ডের সঙ্গে অঘটন নতুন কিছু নয়। ২০১১ বিশ্বকাপ থেকে অন্তত একটি অপ্রত্যাশিত হারের সঙ্গী হচ্ছে ক্রিকেটের জনকরা। এবার তাদের রাতের ঘুম হারাম করল আফগানিস্তান। রবিবার দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে ইংলিশদের ৬৯ রানে হারিয়ে দিয়ে ক্রিকেট বিশ্বকে চমক দিয়েছে হামসতউল্লাহ শাহিদির দল।
দিল্লির এই ভেন্যু সাধারণ ব্যাটারদের পক্ষে কথা বলে। গতকাল আফগানিস্তান ব্যাটিং ইনিংসেও এর প্রমাণ পাওয়া গেছে। প্রথমে ব্যাটিংয়ে নেমে পায় ২৮৪ রানের চ্যালেঞ্জিং পুঁজি। সেই উইকেটে রান তাড়ায় কোনো লড়াই দেখাত পারেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ৪০.৩ ওভারে অলআউট হয়ে ২১৫ রানে। এরপর সংবাদ সম্মেলনে জস বাটলার যা বললেন সেটা ধরে বলাই যায়, উইকেটে বোকা বনেছে ইংল্যান্ড।
ইংলিশদের ধারণা ছিল ম্যাচের দ্বিতীয় ইনিংসে শিশির একটি ফ্যাক্টর হয়ে উঠবে। তাই টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক। কিন্তু শিশিরের কোনো প্রভাব থাকল না ম্যাচজুড়ে। সেই সুযোগ ইংল্যান্ডের ৮ উইকেট ভাগাভাগি করেন আফগান স্পিন ত্রয়ী- মুজিব উর রহমান, রশিদ খান এবং মোহাম্মদ নবী।
ম্যাচ শেষে ইংল্যান্ড অধিনায়ক বাটলার বলেছেন, ‘দেখুন, আমরা সব সময় ইতিবাচক খেলতে চাই এবং আক্রমনাত্মক হতে চাই। তবে কিছু দিন আপনি যেমনটা চান তেমন খেলবেন না। যদিও আফগানিস্তান আমাদের ওপর ভালো চাপ তৈরি করেছিল, সম্ভবত উইকেট তেমন ভূমিকা রাখে যেমনটা আমরা ভেবেছিলাম।’
বাটলার যোগ করেন, ‘যতটা ভেবেছিলাম, শিশিরের প্রভাব ততটা ছিল না। আমাদের স্পিনাররাও ভালো করেছে কিন্তু আফগানিস্তানের কিছু উজ্জ্বল স্পিনার রয়েছে, যাদের মোকাবিলা করা সবসময়ই কঠিন।’