• আজ শুক্রবার
    • ৫ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৮ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৭ই শাওয়াল ১৪৪৬ হিজরি

    ‘টাইগার-৩’ সিনেমার ট্রেলারে অ্যাকশনের ঝড়

    ‘টাইগার-৩’ সিনেমার ট্রেলারে অ্যাকশনের ঝড়

    গাজীপুর টিভি ডেস্ক | ১৬ অক্টোবর ২০২৩ | ৩:১০ অপরাহ্ণ

    সালমান-ক্যাটরিনা জুটির ভক্তদের অপেক্ষার প্রহর এবার শেষ হলো। আজ (১৬ অক্টোবর) মুক্তি পেল তাদের অভিনীত ‘টাইগার-৩’ সিনেমার ট্রেলার। সিনেমার ট্রেলার প্রকাশের পর ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে।

    এ সিনেমার নির্মাতার ঘোষণা অনুযায়ী আজ (১৬ অক্টোবর) বেলা ১২টায় মুক্তি পেয়েছে দীর্ঘ প্রতীক্ষিত এ সিনেমার ট্রেলার। অ্যাকশনে ভরপুর ট্রেলার প্রকাশ্যে আসতেই আলোচনার ঝড় তুলেছে।

    এ সিনেমায় টাইগারের ভূমিকায় ফিরছেন বলিউড ভাইজান খ্যাত সালমান খান। সঙ্গে তার স্ত্রী জোয়া মানে ক্যাটরিনা কাইফ। এবার ‘টাইগার-৩’ সিনেমায় নেতিবাচক চরিত্রে দেখা যাবে ইমরান হাশমিকে। ট্রেলারেই প্রথম ঝলক মিলল তার লুকের। তাও একেবারে শেষে গিয়ে।

    দীর্ঘদিন পর বড়পর্দায় একেবারে অন্য ধরনের চরিত্রে রয়েছেন ইমরান হাশমি। বলাই বাহুল্য তাকে নিয়ে তৈরি হয়েছিল আলাদাই উত্তেজনা।

    পুরোপুরি অ্যাকশনে ভরপুর এ ট্রেলার আলোচনাকে আরও বাড়িয়ে দিয়েছেন। ধুন্ধুমার স্টান্ট, অবলীলায় করতে দেখা গেল ক্যাটরিনাকে যা অবশ্যই নজরকাড়া। তবে এবার লড়াই কেবল দেশের জন্যই নয়, এর সঙ্গে মিশবে ব্যক্তিগত টানাপোড়েনও।

    ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’-এর পর ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা ‘টাইগার-৩’। যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের চতুর্থ সিনেমা এটি। ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ওয়ার’ ও ‘পাঠান’ সিনেমার পর সেই কাহিনির রেশ টেনে ‘টাইগার-৩’ নির্মিত হয়েছে। সিনেমাটি ভারতজুড়ে হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে।

    যেমন শাহরুখের ‘পাঠান’ সিনেমায় টাইগার হিসেবে ক্যামিও করেছিলেন সালমান খান, তেমনই ‘টাইগার-৩’ সিনেমায় ‘পাঠান’ হিসেবে শাহরুখ খানের ক্যামিও থাকবে। এ সিনেমার সম্পর্কে এর আগে অভিনেত্রী বলেছিলেন, ‘টাইগার-৩’ শারীরিকভাবে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং।

    ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সে জোয়ার চরিত্রে অভিনয় সফর দুর্দান্ত এবং প্রত্যেক সিনেমার জন্য নিজেকে পরীক্ষার মধ্যে ফেলেছি। ‘টাইগার-৩’ সিনেমাতেও তার ব্যতিক্রম হবে না।

    এবার অ্যাকশন দৃশ্যগুলোকে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলাম এবং নিজের শরীরকে ভেঙে যাওয়ার মুহূর্ত পর্যন্ত নিয়ে গিয়েছিলাম। দর্শক সেটা দেখতে পাবেন।’ পর্দায় এবার এ সিনেমা কতটা ঝড় তুলতে পারে তা দেখার অপেক্ষায় সালমান-ক্যাটরিনা ভক্তরা।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০