- আজ শনিবার
- ৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৯শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৮ই শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২০ অক্টোবর ২০২৩ | ৩:৩০ অপরাহ্ণ
বিশ্বকাপে দারুণ ছুটছে ভারত ও নিউজিল্যান্ড। লিগপর্বে পয়েন্ট টেবিলের শীর্ষে কিউইরা। দ্বিতীয় স্থানে স্বাগতিকরা। মুখোমুখি লড়াই দিয়ে মাঠে ফিরবে দুই দল।
ধর্মশালায় হিমাচল প্রদেশ স্টেডিয়ামে লড়বে আগামী রবিবার। গুরুত্বপূর্ণ ম্যাচটি মিস করবেন ভারতের সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়া।
বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে বোলিংয়ের সময় গোড়ালিতে চোট পান হার্দিক। মাত্র ৩ বল করে মাঠ ছাড়েন স্বাগতিক অলরাউন্ডার। এরপর আর মাঠে ফেরা হয়নি তার। তাকে ছাড়াই লড়াই করে ভারত এবং মাঠ ছাড়ে ৭ উইকেটের অনায়াস জয় নিয়ে।
আজ টিম ম্যানেজমেন্ট এক বিবৃতিতে বলেছে, ‘অলরাউন্ডারের স্ক্যান করানো হয়েছে। তাকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। সে এখন থেকে বিসিসিআই মেডিকেল টিমের পর্যবেক্ষণে থাকবে। সে ২০ অক্টোবর দলের সঙ্গে ধর্মশালার ফ্লাইট ধরবে না। পরে সরাসরি লখনৌতে দলের সঙ্গে যোগ দেবে। যেখানে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে ভারত।’