- আজ শনিবার
- ২০শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ৩রা মে ২০২৫ খ্রিস্টাব্দ
- ২রা জিলকদ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২১ অক্টোবর ২০২৩ | ১১:০০ পূর্বাহ্ণ
লেবানন সীমান্তে ট্যাংকবিধ্বংসী মিসাইল হামলায় এক ইসরায়েলি রিজার্ভ সেনা নিহত হয়েছে। শুক্রবার এই ঘটনা ঘটে। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এ তথ্য নিশ্চিত করেছে।
নিহত ওই ইসরায়েলি সেনার পরিচয় প্রকাশ করেছে আইডিএফ। ২২ বছর বয়সী ওই রিজার্ভ সেনার নাম প্রথম সার্জেন্ট ওমর বালভা।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে নজিরবিহীন হামলা চালায় গাজাভিত্তিক ফিলিস্তিন প্রতিরোধ গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এরপর লেবানন সীমান্তেও উত্তেজনা বেড়ে যায়।
এরই মধ্যে হামাসের হামলায় ইসরায়েলের ৩০৬ সেনা হত্যার তথ্য প্রকাশে করেছে দেশটির কর্তৃপক্ষ। এছাড়াও অর্ধশতাধিক পুলিশ সদস্যও নিহত হয়েছে বলে সংশ্লিষ্ট দফতর তথ্য প্রকাশ করেছে। এবার প্রকাশ্যে এল রিজার্ভ সেনা নিহতের খবর।
গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, হামাসের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর সীমান্তে তিন লাখের বেশি রিজার্ভ সেনা মোতায়েন করেছে ইসরায়েল।
সূত্র: টাইমস অব ইসরায়েল
মানবকণ্ঠ/আরএইচটি
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
৩১ |