- আজ শনিবার
- ৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৯শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৮ই শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৪ অক্টোবর ২০২৩ | ৮:০৬ অপরাহ্ণ
জয়ের লক্ষ্য ৩৮৩ রান! রান পাহাড় টপকাতে শুরুতেই প্রয়োজন ছিল বড় জুটি। প্রয়োজন মেটাতে পারেননি তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত এবং সাকিব আল হাসান। মুম্বাইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মাত্র ৮ বলের ব্যবধানে সাজঘরে ফিরেছেন তারা। বাঁহাতিদের ব্যর্থতায় বিপদে বাংলাদেশ।
মঙ্গলবার রান তাড়ায় ইনিংসের সপ্তম ওভারে শুরু ব্যাটিং বিপর্যয়। মার্কো জ্যানসেনের বাউন্সে বিগ হিট খেলতে গিয়ে উইকেটকিপার ক্লাসেনকে ক্যাচ দেন তানজিদ হাসান। ১৭ বলে খেলে ১ চারে ১২ রানে সাজঘরে ফেরেন তরুন এই বাঁহাতি ব্যাটার।
শান্ত মারেন গোল্ডেন ডাক। জ্যানসেনের ওয়াইড লেন্থের বলে হয়তো যে কোনো ব্যাটার বলে-কয়ে চার বা ছক্কা হাঁকাতেন। আর শান্ত একেবারেই শান্ত হয়ে যান ক্লাসেনকে ক্যাচ দিয়ে। চোট কাটিয়ে দলে ফেরা সাকিব আউট হন পরের ওভারে। তাকে শিকার বানান লিজার্ড উইলিয়ামস।
প্রোটিয়া পেসারদের অফ স্টাম্পের বাইরের বলে কিছুটা বাউন্স ছিল। সেটা মাঠ ছাড়া করতে গিয়ে মাঠ ছেড়ে চলে সাকিব। তিনিও ক্যাচ দেন ক্লাসেনকে। ৪ বল খেলে মাত্র ১ রানই করতে পারেন বাংলাদেশ অধিনায়ক। তখন ৭.২ ওভারে টাইগারদের দলীয় সংগ্রহ ছিল মাত্র ৩১ রান।
তিন উইকেট খুঁইয়ে বাংলাদেশ ধীর গতিতে এগোচ্ছে লিটন দাস এবং মুশফিকুর রহিমের ব্যাটে। দেখা যাক, বাহাতিদের ব্যর্থতার পর ডানহাতিদের ব্যাটে কতটা কুড়াতে পারে টিম টাইগার্স।