• আজ শুক্রবার
    • ২৭শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ১১ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৩ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    চলে গেলেন চীনের সাবেক প্রধানমন্ত্রী লি কেকিয়াং

    চলে গেলেন চীনের সাবেক প্রধানমন্ত্রী লি কেকিয়াং

    গাজীপুর টিভি ডেস্ক | ২৭ অক্টোবর ২০২৩ | ১০:৫৭ পূর্বাহ্ণ

    দায়িত্ব ছাড়ার ১০ মাস পর হার্ট অ্যাটাকে মারা গেছেন চীনের সাবেক প্রধানমন্ত্রী লি কেকিয়াং। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৮ বছর।

    চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক দিনগুলোতে সাংহাইয়ে বিশ্রামে ছিলেন লি কেকিয়াং, যিনি বৃহস্পতিবার হার্ট অ্যাটাকের শিকার হন। সর্বাত্মক চেষ্টার পরও তাকে বাঁচিয়ে রাখা সম্ভব হয়নি। বৃহস্পতিবার রাত ১২টা ১০ মিনিটে তার মৃত্যু হয়।

    বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, লি কেকিয়াংকে একসময় চীনে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির শীর্ষ পদে শি জিনপিংয়ের প্রতিদ্বন্দ্বী মনে করা হতো, তবে সাম্প্রতিক বছরগুলোতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাকে আড়াল করে দিয়ে ক্ষমতায় নিজের অবস্থান পোক্ত করেন।

    অর্থনীতিবিদ কেকিয়াং মুক্তবাজার অর্থনীতির পক্ষে ছিলেন, যিনি করহার কমানো ও নিয়ন্ত্রণ হ্রাসের পক্ষে কথা বলেছেন। তার এ দৃষ্টিভঙ্গি ‘লিকোনোমিকস’ হিসেবে পরিচিত পায়, যা তার দেশে কখনও পুরোপুরি বাস্তবায়ন হয়নি।

    কেকিয়াংকে শেষ পর্যন্ত শির অগ্রাধিকারই মেনে চলতে হয়েছে। চীনের বর্তমান প্রেসিডেন্টের নজর অর্থনীতিতে রাষ্ট্রের অধিকতর নিয়ন্ত্রণের ওপর।

    সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে চীনের সামাজিক যোগাযোগমাধ্যম সয়লাব হয়ে গেছে শোক জানিয়ে করা পোস্টে। শোক প্রকাশের অংশ হিসেবে দেশটির সরকারি অনেক ওয়েবসাইট সাদা-কালো করা হয়েছে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১