• আজ শুক্রবার
    • ৫ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৮ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৭ই শাওয়াল ১৪৪৬ হিজরি

    প্যান-ইন্ডিয়া ছবি নিয়ে উচ্ছ্বসিত শাকিব খান

    প্যান-ইন্ডিয়া ছবি নিয়ে উচ্ছ্বসিত শাকিব খান

    গাজীপুর টিভি ডেস্ক | ২৯ অক্টোবর ২০২৩ | ১০:০০ অপরাহ্ণ

    প্যান-ইন্ডিয়ান সিনেমায় প্রথমবারের মতো অভিনয় করছেন ঢালিউডের তারকা নায়ক শাকিব খান। বাংলাদেশি নির্মাতা অনন্য মামুনের পরিচালনায় ‘দরদ’ শিরোনামের সিনেমায় শাকিবের বিপরীতে দেখা যাবে বলিউড অভিনেত্রী সোনাল চৌহানকে।

    সব জল্পনা-কল্পনা শেষে গতকাল বুধবার সন্ধ্যায় ভারতের মুম্বাইয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে ‘দরদ’ টিম। এতে শাকিব-সোনালসহ উপস্থিত ছিলেন সিনেমাটির প্রযোজক-পরিচালকও।

    সংবাদ সম্মেলনে বেশ উচ্ছ্বসিত দেখা গেছে শাকিব খানকে। তিনি বলেন, এটা প্রথম বাংলাদেশি প্যান ইন্ডিয়ান মুভি। আমি মনে করি এটি একেবারে ইউনিক গল্পের মুভি হতে যাচ্ছে। ভারতের সঙ্গে নতুন এই কোলাবোরেশন- আশা করছি ভালো হবে।

    ‘দরদ’র মাধ্যমেই প্রথমবার বাংলাদেশি সিনেমায় অভিনয় করবেন সোনাল চৌহান। তার কথায়, প্রথমবারের মতো আমি বাংলাদেশি সিনেমায় কাজ করছি। যত দূর জানি সিনেমাটিও প্রথম ইন্দো-বাংলা প্যান ইন্ডিয়ান সিনেমা। নিঃসন্দেহে এতে আমি বেশ রোমাঞ্চিত। আশা করছি, বাংলাদেশ-ইন্ডিয়ার যৌথ প্রযোজনার সিনেমাটি আমার জন্য ভালো একটা অভিজ্ঞতার হবে।
    যোগ করে এই অভিনেত্রী আরও বলেন, সিনেমার কোনো ভাষা নেই। একটি ভালো গল্প যেকোনো ভাষার সিনেমাই হতে পারে।

    সংবাদ সম্মেলনে আরও জানানো হয় বৃহস্পতিবার থেকে ভারতের বারানসিতে শুরু হচ্ছে সিনেমাটির শুটিং। আগামী ফেব্রুয়ারিতে বাংলাসহ হিন্দি, তামিল, তেলেগু, মালায়লাম, কর্ণাটক- এই ছয় ভাষায় মুক্তি পাবে সিনেমাটি।

    ‘দরদ’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে ভারতের এসকে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস। এতে শাকিব ছাড়াও শহীদুজ্জামান সেলিম, পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সওদাগর, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম, ভারতের রাহুল দেবের অভিনয়ের কথা রয়েছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০