• আজ শনিবার
    • ৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৯শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৮ই শাওয়াল ১৪৪৬ হিজরি

    ইংল্যান্ডকে হারিয়ে সেমিতে ভারত

    ইংল্যান্ডকে হারিয়ে সেমিতে ভারত

    গাজীপুর টিভি ডেস্ক | ২৯ অক্টোবর ২০২৩ | ১০:১৯ অপরাহ্ণ

    বোলারদের দারুণ প্রদর্শনীর পরও ভাগ্য ফিরল না ইংল্যান্ডের। রবিবার লখনৌতে লো স্কোরিং ম্যাচে ভরাডুবি হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। ইংল্যান্ডকে ১০০ রানে হারিয়ে সেমিফাইনালের খুব কাছাকাছি ভারত। আর একটি মাত্র জয় বা অন্যদের ব্যর্থতায় সেরা চার নিশ্চিত হবে স্বাগতিকদের। অপরদিকে ৬ ম্যাচে ৫ হারে বিদায়ের খুব কাছে ইংল্যান্ড।

    আজ টস জিতে ভারতকে ফিল্ডিংয়ে আমন্ত্রণ জানান ইংলিশ অধিনায়ক জস বাটলার। প্রথমে ব্যাট করে রোহিত শর্মার ৮৭ রানের সুবাদে ৯ উইকেটে ২২৯ রানের পুঁজি পায় ভারত। জবাব দিতে নেমে ১২৯ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। এই হারে টেবিলের তলানীতেই রয়ে গেছে তারা। টানা ষষ্ঠ জয়ে ১২ পয়েন্টে টেবিলের শীর্ষে ফিরেছে ভারত।

    রান তাড়ায় ইংল্যান্ডের সর্বনাশ হয় প্রথম পাওয়ারপ্লেতে। ১০ ওভার শেষে তাদের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৪০ রান। টপ-অর্ডারে চার ব্যাটারের মধ্যে রানের খাতা খুলতে পারেননি জো রুট এবং বেন স্টোকস। ইংলিশদের উইকেট পতনের শুরু ডেভিড মালানের বিদায়ের মধ্য দিয়ে। দলীয় ৩০ এবং ১৬ রানে আউট হন তিনি।
    ইনিংসের পঞ্চম ওভারে মালানকে শিকার বানান জাসপ্রিত বুমরাহ। পরের বলেই রুটকে এলবির ফাঁদে ফেলেন ভারতীয় এই পেসার। অষ্টম ওভারে মোহাম্মদ শামির শিকার হন অবসর ভেঙে বিশ্বকাপে ফেরা স্টোকস। পাওয়ারপ্লের শেষ ওভারে আরেক ইংলিশ ওপেনার (১৪) জনি বেয়ারস্টোকে নিজের দ্বিতীয় শিকার বানান শামি।

    শুরুর এই ধাক্কা আর সামলে নিতে পারেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। শেষের দিকে বাকিদের নামমাত্র অবদানে কোনো রকমে শতরানের কোটা পেরুতে পারে ইংলিশরা। ভারতের সফল বোলার ছিলেন শামি। ৭ ওভারে ২২ রান খরচায় ৪ উইকেট শিকার করেন তিনি। বুমরাহ ৩টি, কুলদ্বীপ যাদব এবং রবীন্দ্র জাদেজা ১টি উইকেট পান।

     

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০