- আজ সোমবার
- ৮ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২১শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২১শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০১ নভেম্বর ২০২৩ | ১২:৪৪ অপরাহ্ণ
গাজায় সম্প্রতি স্থলঅভিযান শুরু করেছে ইসরায়েল। অভিযানে গিয়ে ফিলিস্তিনির স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস যোদ্ধাদের হাতে ১১ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এছাড়া গুরুতর আহত হয়েছে আরো দুই সেনা।
বুধবার ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এ তথ্য জানিয়েছে।
আইডিএফ জানায়, মঙ্গলবার স্থলঅভিযানে মোট ১১ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলায় তারা নিহত হয়েছে।
প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামাস যোদ্ধাদের নজিরবিহীন অভিযানে ৩৩৩ সেনা নিহত হয়েছিল বলে জানিয়েছিল ইসরায়েলি কর্তৃপক্ষ। এছাড়াও দেশটিতে দেড় হাজারের বেশি সাধারণ মানুষ নিহত হয় হামাস যোদ্ধাদের হাতে।
উল্লেখ্য, হামাসের নজিরবিহীন ওই অভিযানের ৭ অক্টোবর থেকেই গাজায় নির্বিচারে বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। এরপর সেখানে গত শুক্রবার থেকে স্থলঅভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। এতে রিপোর্ট লেখা পর্যন্ত সাড়ে আট হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এর অধিকাংশই নারী ও শিশু।
সূত্র: আল জাজিরা