• আজ সোমবার
    • ৮ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২১শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২১শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো বলিভিয়া

    ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো বলিভিয়া

    গাজীপুর টিভি ডেস্ক | ০১ নভেম্বর ২০২৩ | ১:৪৮ অপরাহ্ণ

    ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসনের জেরে দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো লাতিন আমেরিকার দেশ বলিভিয়া। এছাড়াও আরো দুটি লাতিন আমেরিকান দেশ পরামর্শের জন্য তেল আবিব থেকে নিজেদের রাষ্ট্রদূতদের দেশে ডেকে পাঠিয়েছে।

    মঙ্গলবার রাতে বলিভিয়ার ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী ফ্রেডি মামানি এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।

    তিনি বলেন, বলিভিয়া গাজায় সংঘটিত অসামঞ্জস্যপূর্ণ ইসরায়েলি সামরিক আগ্রাসন প্রত্যাখ্যান করছে এবং এ ঘটনার নিন্দা জানাচ্ছে। একই সঙ্গে ইসরায়েলি রাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে।”
    দেশটির প্রেসিডেন্সি মন্ত্রী মারিয়া নেলা প্রাদা গাজায় মানবিক সাহায্য পাঠানোর ঘোষণা দিয়েছে।

    একই সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা গাজা উপত্যকায় হামলা বন্ধ করার দাবি জানাচ্ছি, যা এ পর্যন্ত হাজার হাজার বেসামরিক ফিলিস্তিনির মৃত্যু এবং জোরপূর্বক বাস্তুচ্যুত করেছে।”

    এদিকে, প্রতিবেশী কলম্বিয়া এবং চিলিও গাজায় বেসামরিক মানুষ হত্যার নিন্দা জানিয়ে এবং যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে পরামর্শের জন্য তাদের রাষ্ট্রদূতদের ইসরায়েল থেকে ডেকে পাঠিয়েছে।

    সূত্র: আল জাজিরা

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০