• আজ সোমবার
    • ৮ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২১শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২১শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    গাজাকে সম্পূর্ণ ঘিরে ফেলেছে ইসরায়েলি সেনাবাহিনী

    গাজাকে সম্পূর্ণ ঘিরে ফেলেছে ইসরায়েলি সেনাবাহিনী

    গাজীপুর টিভি ডেস্ক | ০৩ নভেম্বর ২০২৩ | ১২:০৯ অপরাহ্ণ

    গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসনে এরইমধ্যে ফিলিস্তিনে নিহতের সংখ্যা ৯ হাজার ছাড়িয়ে গেছে। এবার চূড়ান্তভাবে গাজা সিটি সম্পূর্ণ ঘিরে ফেলার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, হামাস যোদ্ধাদের সাথে টানেলে সম্মুখ যুদ্ধ করেছে তাদের সেনাবাহিনী।

    জাতিসংঘ জানিয়েছে, তাদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার হওয়া চারটি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজায় পানি সংকট আরো তীব্র হচ্ছে বলেও সতর্ক করেছে সংস্থাটি।

    হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় ৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

    বৃহস্পতিবার জাতিসংঘের রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি (ইউএনআরডব্লিউএ) জানিয়েছে, তাদের চারটি আশ্রয়কেন্দ্র ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে।

    ইউএনআরডব্লিউএ জানিয়েছে, জাবালিয়া শরণার্থী শিবিরের একটি স্কুলে অন্তত ২০ জন নিহত হয়েছে। হামাস কর্তৃপক্ষ এ ঘটনায় ইসরায়েলি বিমান হামলাকে দায়ী করেছে। আইডিএফ এখনো কোনো মন্তব্য করেনি।

    এমন প্রেক্ষিতে জাতিসংঘ নিয়োগকৃত বিশেষজ্ঞরা গাজায় মানবিক যুদ্ধবিরতির আহ্বান করেছেন। তারা গাজার পরিস্থিতিকে অতি দুর্যোগপূর্ণ বলছেন। তারা বলছেন, গাজায় জ্বালানি ও পানি সংকট তীব্র। ২০ লাখ মানুষ এতে ভুক্তভোগী।

    এর আগে ইসরায়েলি বাহিনী জানায়, তারা বৃহস্পতিবার প্রায় ১৩০ জন হামাস সদস্যকে হত্যা করেছে। এক বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, আমরা সাফল্য পাচ্ছি এবং গাজা শহরের দিকে এগিয়ে চলেছি।

    এদিকে দ্বিতীয় দিনের মতো রাফাহ সীমান্ত খুলে দেওয়ায় বিদেশি অনেক কূটনীতিক গাজা ছাড়তে পেরেছেন্। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ৭০ জন মার্কিন নাগরিক এদিন গাজা ত্যাগ করেন।

    ডক্টরস উইথআউট বর্ডার জানিয়েছে, প্রায় ২০ হাজার আহত জনসাধারণ এখনো গাজায় আটকা পড়েছে।

    লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহ জানিয়েছে তারা ১৯টি ইসরায়েলি স্থাপনায় একযোগে হামলা চালিয়েছে। বিপরীতে হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে আইডিএফ।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০