• আজ রবিবার
    • ১২ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৭শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২৯শে মহর্‌রম ১৪৪৭ হিজরি

    অরাজকতার দায় বিএনপির শীর্ষ নেতারা এড়াতে পারেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

    অরাজকতার দায় বিএনপির শীর্ষ নেতারা এড়াতে পারেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

    গাজীপুর টিভি ডেস্ক | ০৩ নভেম্বর ২০২৩ | ২:৩৭ অপরাহ্ণ

    ‘বিএনপির শীর্ষ নেতারা বসে সিদ্ধান্ত দিচ্ছেন এবং সেই সিদ্ধান্তের ওপর প্রধান বিচারপতির বাসভবনে হামলা, নারীদের ওপর হামলা, পুলিশ সদস্যকে হত্যাসহ এব ঘটনা ঘটেছে। কাজেই তারা দায় এড়াতে পারেন না।’ এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

    রাজধানীর নাজিমুদ্দিন রোডে শুক্রবার সকালে পুরাতন কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

    তিনি বলেন, ‘পুলিশের তদন্তে তারা যদি নির্দোষ হয়, তারা খালাস পাবেন। আর না হলে তাদের নামে চার্জশিট হবে।’

    এর আগে, শুক্রবার সকাল ৯টা ৪০ মিনিটে রাজধানীর নাজিমুদ্দিন রোডে পুরাতন কেন্দ্রীয় কারাগারে জেল হত্যা দিবসে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এসময় তার সঙ্গে শ্রদ্ধা জানান জাতীয় চার নেতার পরিবারের সদস্যরাও।

    সকালে প্রথমেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী ও জাতীয় চার নেতার পরিবারের সদস্যরা। এরপর জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রীসহ অন্যরা। পুষ্পস্তবক অর্পণ শেষে জাতীয় চার নেতার জাদুঘর পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী ও তাদের পরিবারের সদস্যরা।

    মানবকণ্ঠ/আরএইচটি

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১