- আজ শনিবার
- ৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৯শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৮ই শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৪ নভেম্বর ২০২৩ | ২:০৫ অপরাহ্ণ
শ্রীলঙ্কা ম্যাচের আগেও হার্দিক পান্ডিয়াকে নিয়ে আশার কথা শুনিয়েছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। বলেছিলেন, প্রত্যাশার চেয়েও দ্রুত সুস্থ হয়ে উঠছেন এই অলরাউন্ডার। তবে রোহিতের এমন বক্তব্যের ৪৮ রান না পেরুতেই এলো আনুষ্ঠানিক বার্তা- হার্দিকের বিশ্বকাপ শেষ। শনিবার আইসিসির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এ তথ্য।
গত মাসে পুনেতে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশের মুখোমুখি ভারত। টাইগারদের বিপক্ষে বোলিংয়ের সময় বাঁ গোড়ালিতে ব্যথা পান হার্দিক। ইনজুরি বাধিয়ে ব্যাঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে পুনর্বাসন প্রক্রিয়ায় মধ্যে আছেন তিনি। সুস্থ না হওয়ার আগ পর্যন্ত সেখানেই থাকতে হবে এই ভারতীয় অলরাউন্ডারকে।
হার্দিকের পরিবর্তে ভারতের বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন প্রসিধ কৃষ্ণা। এই পেসার এখন পর্যন্ত ১৭টি ওয়ানডে খেলেছেন। ২৫.৫৮ গড়ে শিকার করেছেন ২৯ উইকেট। স্বাগতিক শিবিরে তিনি পঞ্চম পেসার। দলে আছেন জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ এবং শার্দুল ঠাকুর। অর্থাৎ ডাক পেলেও কৃষ্ণার একাদশে জায়গা পাওয়া সম্ভাবনা খুবই কম।