• আজ শনিবার
    • ৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৯শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৮ই শাওয়াল ১৪৪৬ হিজরি

    সুজনের সঙ্গে একমত নন হাথুরুসিংহে

    সুজনের সঙ্গে একমত নন হাথুরুসিংহে

    গাজীপুর টিভি ডেস্ক | ০৫ নভেম্বর ২০২৩ | ৬:১২ অপরাহ্ণ

    দুদিন আগে বেশ কড়া বক্তব্য দিয়েছেন খালেদ মাহমুদ সুজন। ভারতে বাংলাদেশ দলের ব্যর্থতার ব্যাখ্যায় এক পর্যায়ে তিনি বলেছেন, আইসিসি টুর্নামেন্টে সিদ্ধান্তহীনতায় ভুগছে সাকিব ব্রিগেড। আসলেই কি তাই? রবিবার বাংলাদেশের সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন ছিল টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের কাছে। যিনি সুজনের সঙ্গে একমত নন।

    ভারতে টিম ডিরেক্টরের ভূমিকায় সুজন। কিন্তু সেটা কেবল কাগজে-কলমে। বাস্তবে কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই তার। স্থানীয় এই কোচ বলেছিলেন, ‘বিসিবি থেকে আমাকে যে ভূমিকা দেওয়া হয়েছে সেটাই করার চেষ্টা করছি। প্রতিটা ট্যুরেই একটা বাড়তি (ব্যাপার) থাকত যে আমি দল নির্বাচনের অংশ থাকতাম, যেটা এবার নেই।’

    সুজনের এই বক্তব্যের প্রসঙ্গ উঠে আসে হাথুরুরের সংবাদ সম্মেলনে। জানতে চাইলে টাইগার কোচের ভাষ্য ছিল এমন, ‘আমি তার সাক্ষাৎকারটা দেখেছি কিন্তু আমার কাছে এরকম কিছু মনে হয়নি। সে এটা নিয়ে কারও সঙ্গে আলোচনা করেনি। গণমাধ্যমেই প্রথম দেখেছি। তাই আমার কোনো মন্তব্য নেই কারণ আগে এরকম কিছু শুনিনি।’

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০