• আজ শনিবার
    • ১৩ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৬শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২৫শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    ডাচদের বিপক্ষে তিনশ’র চূড়ায় ইংল্যান্ড

    ডাচদের বিপক্ষে তিনশ’র চূড়ায় ইংল্যান্ড

    গাজীপুর টিভি ডেস্ক | ০৮ নভেম্বর ২০২৩ | ৬:৩৩ অপরাহ্ণ

    অল্পের জন্য সেঞ্চুরি পাওয়া হয়নি ডেভিড মালানের। আউট হন ৮৭ রানে। এমন আক্ষেপ বেন স্টোকসের সঙ্গী হয়নি। ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নিয়েছেন ইংলিশ ওপেনার। বুধবার দুজনের ব্যাটে ভর করে নেদারল্যান্ডসের বিপক্ষে তিনশ’র চূড়ায় উঠেছে ইংল্যান্ড। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে পেয়েছে ৩৩৭ রানের বড় সংগ্রহ।

    পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ইনিংসে শেষ ওভারে আউট হন স্টোকস। তার ৮৪ বলের ইনিংসে ছিল ৬টি করে চার-ছক্কা। সব মিলিয়ে ১০৮ রান করেন তিনি। ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস খেলা মালান ১০ চার ও ২ ছক্কা হাঁকান। ছন্দে থাকা এই ইংলিশ ওপেনার রান আউট হয়ে সেঞ্চুরিবঞ্চিত হন।

    মালান-স্টোকসের দিনে হাফসেঞ্চুরি পান ক্রিস ওকসও। ৪৫ বলে ৫ চার ও ১ ছক্কায় ৫১ করেন তিনি। মূলত এই তিন জনের ব্যাটে ডাচদের জয়ের জন্য বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েছে ইংল্যান্ড। নেদারল্যান্ডসের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন বাস ডি লিড। আরিয়ান ডাট ও লোগান ফন বিক ২টি করে এবং পল ফন মিকারেন ১টি উইকেট পান।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০