• আজ রবিবার
    • ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৮ই মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৮ই জিলকদ ১৪৪৬ হিজরি

    সন্ত্রাস ও জঙ্গিবাদের রাজত্ব কায়েম করছে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

    সন্ত্রাস ও জঙ্গিবাদের রাজত্ব কায়েম করছে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

    গাজীপুর টিভি ডেস্ক | ০৮ নভেম্বর ২০২৩ | ৬:৫৭ অপরাহ্ণ

    বিএনপি সাধারণ মানুষের সম্পদ নষ্ট করে আবারও দেশে অরাজকতা করতে সন্ত্রাস ও জঙ্গিবাদের রাজত্ব কায়েম করছে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

    বুধবার (৮ নভেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে ডিএনসিসির নগরভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

    মন্ত্রী বলেন, ‘বিএনপি বিরোধী দল নয়, বিরোধী দল এখন জাতীয় পার্টি। বিএনপি এখন স্বীকৃত জনবিচ্ছিন্ন দল। দেশ ও মানুষের সম্পদ নষ্ট করে আবারও দেশকে অকার্যকর করতে সন্ত্রাস ও জঙ্গিবাদের রাজত্ব কায়েম করছে তারা। বিএনপি শুধু মানুষ মারে না, বিদেশিও মারে। তারা আমাদের খ্রিস্টান ধর্মের ধর্ম গুরুদের মারার চেষ্টা করেছে। মসজিদের ইমামদের হত্যা করেছে। সে কথা এদেশের মানুষ ভুলে যায়নি। দেশের মানুষ তাদের জঙ্গিবাদ-সন্ত্রাসের কথা ভুলেনি।’

    ডিজিটাল বাংলাদেশের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আজকের ডিজিটাল বাংলাদেশ আমরা শতভাগ না হলেও, বলতে পারি ৮০ শতাংশ সাকসেসফুল। দুর্বার গতিতে আমরা এগিয়ে যাচ্ছি, তার একটি কারণ হলো আমরা ডিজিটাল। আজকে প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের কথা বলেছেন। প্রধানমন্ত্রী স্বপ্ন দেখেন, স্বপ্ন বাস্তবায়ন করেন।’

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ চৌধুরী আবদুল্লাহ আল মানুন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান, ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমানসহ আরও অনেকে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১