• আজ বৃহস্পতিবার
    • ১৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ৩রা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৫ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    গাজীপুরে পিকআপের ধাক্কায় ইজিবাইক উল্টে নারী নিহত

    গাজীপুরে পিকআপের ধাক্কায় ইজিবাইক উল্টে নারী নিহত

    গাজীপুর টিভি ডেস্ক | ০৮ নভেম্বর ২০২৩ | ৯:৪৯ অপরাহ্ণ

    গাজীপুর মহানগরীর হায়দরাবাদ এলাকায় পিকআপের ধাক্কায় ইজিবাইক উল্টে এক নারী নিহত হয়েছেন। এসময় ইজিবাইকে থাকা আরও একজন আরোহী আহত হয়েছেন। বুধবার (০৮ নভেম্বর) দুপুর বারোটার দিকে গাজীপুরের পূবাইল থানাধীন হায়দরাবাদ আক্কাছ মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহতের নাম ফাতেমা আক্তার কারিমা (৩০)। তিনি গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন মেঘডুবী গ্রামের আবুল কাশেমের মেয়ে। আহতের নাম আবুল মোতালেব মুন্না। নিহত কারিমা ও আহত মুন্না সম্পর্কে স্বামী-স্ত্রী। তারা গাজীপুর মহানগরীর দেশিপাড়া এলাকার মোস্তফার বাড়িতে ভাড়া থাকতেন।

    পরিবার সূত্রে জানা যায়, গাজীপুরের দেশিপাড়া এলাকা থেকে পূবাইলের করমতলা এলাকার খ্রিস্টান হাসপাতালে ডেঙ্গু রোগের চিকিৎসার জন্য যাচ্ছিলেন। দুপুরে তারা পূবাইলের হায়দরাবাদ এলাকার আক্কাছ মার্কেটে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের ইজিবাইককে ধাক্কা দিলে ইজিবাইকটি উল্টে যায়। এসময় ইজিবাইকে থাকা দম্পতি কারিমা ও মুন্না আহত হয়। এসময় গুরুতর আহতাবস্থায় কারিমাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

    গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান জানান, দুপুরে পূবাইলে একটি সড়ক দুর্ঘটনার খবর পাই। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহত অবস্থায় ইজিবাইকের যাত্রীকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশটি হস্তান্তর করা হয়েছে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১