- আজ শুক্রবার
- ২৭শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ১১ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৩ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৯ নভেম্বর ২০২৩ | ৫:৩২ অপরাহ্ণ
২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে মিয়ানমারের ক্ষমতা দখল করে জান্তা সরকার। এরপর থেকে দেশটির উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল, দক্ষিণাঞ্চলের সামরিক ঘাঁটিতে বিদ্রোহী ও জাতিগত সশস্ত্র বাহিনীর হামলা ব্যাপক বেড়েছে।
এ নিয়ে মিয়ানমারের সামরিক জান্তা সরকারের প্রেসিডেন্ট মিয়ন্ত সুয়ে বলেছেন, ‘চীনের সঙ্গে সীমান্ত অঞ্চলে সাম্প্রতিক সহিংসতা দমনে অকার্যকর ব্যবস্থাপনার কারণে মিয়ানমার ভেঙে যেতে পারে।’ আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ন্যাশনাল ডিফেন্স ও সিকিউরিটি কাউন্সিলের বৈঠকে তিনি বলেছেন, ‘সরকার যদি কার্যকরভাবে সীমান্ত অঞ্চলে সহিংসতা দমন করতে না পারে তাহলে মিয়ানমার কয়েক টুকরা হয়ে যাবে। এই সমস্যা সচেতনভাবে নিয়ন্ত্রণ করতে হবে। বর্তমান সময়টি রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের জনগণকে সামরিক বাহিনীকে সমর্থন করা দরকার।’
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরপশ্চিমাঞ্চলে চীনের সঙ্গে সীমান্তবর্তী বেশ কয়েকটি বাণিজ্য শহরের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে জান্তা সরকার। চীনও নিশ্চিত করেছে, চলতি সপ্তাহে মিয়ানমার সীমান্তে সহিংসতায় তাদের নাগরিক হতাহত হয়েছে।