- আজ শুক্রবার
- ২৭শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ১১ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৩ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৯ নভেম্বর ২০২৩ | ৮:৪৩ অপরাহ্ণ
ইসরায়েলের দক্ষিণাঞ্চলের অন্যতম শহর ইলাতে একটি রকেট অবতরণ করেছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, সতর্কতা সাইরেন সক্রিয় করা হয়নি এবং রকেটের উৎস এখনো জানা যায়নি।
ইসরায়েলের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার বিকালে দক্ষিণাঞ্চলীয় শহর ইলাতে একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। পুলিশ এবং বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট বর্তমানে পরিস্থিতি তদন্ত করছে। শহরের বেশ কয়েকটি রাস্তা বন্ধ করা হয়েছে।
গত সপ্তাহে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইলিয়াতে হামলার দায় স্বীকার করে। ইরান সমর্থিত বিদ্রোহীরা সতর্ক করে বলে, ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং ফিলিস্তিনিরা ‘বিজয়ী’ না হওয়া পর্যন্ত আরও হামলা চালানো হবে।