- আজ শনিবার
- ৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৯শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৮ই শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১০ নভেম্বর ২০২৩ | ২:২৩ অপরাহ্ণ
লিগপর্ব শেষ করেছে নিউজিল্যান্ড। ৯ ম্যাচে শেষে তাদের ঝুলিতে জমা পড়েছে ১০ পয়েন্ট। অবস্থান করছে টেবিলের সেরা চারে। সমান পয়েন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। তারপরও এই দুই দলের সেমি খেলা প্রায় অসম্ভব। নেট রানরেট দেখে বলাই যায়, বিশ্বকাপের ত্রয়োদশ আসরে নিউজিল্যান্ড সেমিফাইনালের চতুর্থ দল!
কিউইদের রানরেট। +০.৭৪৩। পাঁচে থাকা পাকিস্তানের +০.০৩৬ এবং ছয়ে থাকা আফগানিস্তানের -০.৩৩৮। পাকিস্তানের শেষ ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে। যদি বাবর আজমরা প্রথমে ব্যাট করে, তাদের জিততে হবে ২৮৭ বা এর বেশি ব্যবধানে। টস হেরে প্রথমে ফিল্ডিং পেলে আর সুযোগ থাকবে না তাদের। কেননা, তখন ইংল্যান্ডকে ৫০ রানে অলআউট করে সেটা ২ ওভারে টপকে যেতে হবে পাকিস্তানকে।
আফগানিস্তানের সমীকরণ আরও কঠিন। আজ তারা দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। রানরেটে নিউজিল্যান্ডকে টপকাতে হলে প্রোটিয়াদের ৪৩৮ রানের বেশি ব্যবধানে হারাতে হবে তাদের। টস হেরে প্রথমে ফিল্ডিং পেলে আর কোনো সুযোগ থাকবে না হাসমতউল্লাহ শাহিদিদের। এক কথায়, কাগজে-কলমে নিশ্চিত না হলেও আরো একবার টুর্নামেন্টে সেমি খেলা প্রায় নিশ্চিত নিউজিল্যান্ডের।