- আজ শনিবার
- ৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৯শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৮ই শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১০ নভেম্বর ২০২৩ | ২:৩৩ অপরাহ্ণ
এবারের বিশ্বকাপে সবচেয়ে সারপ্রাইজ প্যাকেজ আফগানিস্তান। দুর্দান্ত মানসিকতায় টুর্নামেন্টের শেষ অবধি সেমিফাইনালের রেসে টিকে আসে দলটি। যদিও লিগপর্বে নিজেদের শেষ ম্যাচে অসম্ভবের সামনে হাসমতউল্লাহ শাহিদিরা। সেমিফাইনাল নিশ্চিত করতে আজ দক্ষিণ আফ্রিকাকে ৪৩৯ রানে হারাতে হবে তাদের। ’মিশন ইম্পসিবলে’ টস জিতে প্রথমে ব্যাটিং করবে আফগানিস্তান।
নিউজিল্যান্ড লিগপর্ব শেষ করেছে ৯ পয়েন্ট নিয়ে। অবস্থান করছে টেবিলের চতুর্থ স্থানে। কিউইদের রানরেট +০.৭৪৩। ৮ ম্যাচে ৪ জয় পাওয়া আফগানিস্তানের রানরেট -০.৩৩৮। আজ জিততে তাদের পয়েন্ট নিউজিল্যান্ডের সমান হবে। আর রানরেটে গত আসরের ফাইনালিস্টদের টপকে যেতে ৫০০ রান করতে হবে আফগানদের। এরপর দক্ষিণ আফ্রিকাকে অলআউট করতে হবে ৬১ রানে।
আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জারদান, রহমত শাহ, হাসমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, ইকরাম আলিখিল, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, নুর আহমেদ এবং নাভিন উল হক।
দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, তেম্বা বাভুমা (অধিনায়ক), রাশি ফন ডার ডাসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, আন্ডিলে ফেলাকুয়ো, জেরাল্ড কোয়েটজে, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা এবং লুঙ্গি এনগিডি।