• আজ শনিবার
    • ৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৯শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৮ই শাওয়াল ১৪৪৬ হিজরি

    ডাচদের বিপক্ষে রানপাহাড়ে ভারত

    ডাচদের বিপক্ষে রানপাহাড়ে ভারত

    গাজীপুর টিভি ডেস্ক | ১২ নভেম্বর ২০২৩ | ৬:৪৫ অপরাহ্ণ

    টপ অর্ডারে রোহিত শর্মা, শুভমান গিল এবং বিরাট কোহলি। তাদের পরে ব্যাটিংয়ে নেমে তিন সতীর্থকে ছাড়িয়ে যান শ্রেয়াস আইয়ার এবং লোকেশ রাহুল। দুজনেই তুলে নেন সেঞ্চুরি। রবিবার পাঁচ স্বীকৃত ব্যাটারের দুর্দান্ত ব্যাটিং প্রদর্শণীতে নেদারল্যান্ডসের বিপক্ষে রানপাহাড়ে চড়েছে ভারত। ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে করেছে ৪১০ রান, যা বিশ্বকাপে তাদের দ্বিতীয় দলীয় সর্বোচ্চ।

    ব্যাঙ্গালুরুতে উদ্বোধনী জুটিতে দলের খাতায় শতরান যোগ করেন রোহিত এবং গিল। মারমুখী গিলকে থামান পল ভন মিকারেন। ততক্ষণে হাফষেঞ্চুরি উদযাপন করা শেষ ভারতীয় ওপেনারের। ৩২ বলে ২ চার ও ৪ ছক্কায় ৫১ রান করেন তিনি। গিলের মতো বিধ্বংসী হতে পারেননি রোহিত। তবে ভারতীয় অধিনায়কও ব্যাট চালান একশ’র বেশি স্ট্রাইক রেটে।
    বাস ডি লিডের শিকার হওয়ার আগে ৫৪ বলে ৮ চার ও ২ ছক্কায় ৬১ রান করেন রোহিত। ২৯ রানের ব্যবধানে দুই ওপেনারের বিদায়ের পর প্রতিরোধ গড়ে তুলেন কোহলি এবং শ্রেয়াস আইয়ার। তারা গড়েন ৭১ রানের জুটি। গিলের সমান রান করে থামেন কোহলি। লিজেন্ডারি ব্যাটারকে সাজঘরে পাঠান রুলফ ফন ডার মারউই। ডাচদের উইকেট শিকারের উল্লাস শেষ এখানেই।

    এরপর প্রতিপক্ষ বোলারদের শাসন করেন শ্রেয়াস এবং রাহুল। তাদের ১২৮ বলে জুটিতে আসে ২০৮ রান। শ্রেয়াস তুলেন নেন ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। ৯৪ বলে ১০ চার ও ৫ ছক্কায় ১২৮ রানে অপরাজিত ছিলেন তিনি। শেষ ওভারের পঞ্চম বলে আউট হন রাহুল। তার সপ্তম ওয়ানডে সেঞ্চুরির ইনিংস থামে ১০২ রানে। ৬৪ বল খেলে ১১ চার ও ৪ ছক্কা হাঁকিয়েছেন তিনি।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০