- আজ শনিবার
- ৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৯শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৮ই শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৩ নভেম্বর ২০২৩ | ৬:১৭ অপরাহ্ণ
ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরেছে পাকিস্তান ক্রিকেট দল। লিগ পর্বে বিদায় ঘন্টা বেজেছে বাবর আজমদের। দলের ব্যর্থতার পর প্রথম কোচিং স্টাফ হিসেবে পদত্যাগ করলেন বোলিং কোচ মরনে মরকেল। যদিও তার অধীনে থাকা পাকিস্তানি পেসাররা আলো ছড়িয়েছেন ভারতে আইসিসির মেগা ইভেন্টে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে গত জুনে ছয় মাসের চুক্তি করেছিলেন মরকেল। তার প্রথম অ্যাসাইনমেন্টে শ্রীলঙ্কায় দুটি টেস্ট খেলেছিল পাকিস্তান। আফগানিস্তানের বিপক্ষে জেতা ওয়ানডে সিরিজে ছিলেন, এরপর এশিয়া কাপ এবং ভারতে শোপিস ইভেন্টে দায়িত্ব পালন করেন। চুক্তি অনুযায়ী বছর শেষ করে যাওয়ার কথা ছিল তার। তবে আগেই বিদায় বলে দিলেন।
বিশ্বকাপের নাসিম শাহের চোট পাকিস্তানের পেস আক্রমণভাগকে ভোঁতা করে দিয়েছিল। ১৮ উইকেট নিয়ে টুর্নামেন্ট শেষ করেছেন শাহিন শাহ আফ্রিদি, তবে গুরুত্বপূর্ণ সময়ে হতে পারেননি দলের ট্রাম কার্ড। তারপরও সব মিলিয়ে ভারতে ৫০টি উইকেট শিকার করেছে পাকিস্তানি পেসাররা। তাদের চেয়ে বেশি উইকেট পেয়েছে কেবল দক্ষিণ আফ্রিকা এবং ভারতের পেসাররা।
কার্যত ব্যাটারদের নিদারুণ ব্যাটিংয়েই সেমিফাইনাল নিশ্চিত করতে পারেনি পাকিস্তান। শোনা যাচ্ছে, দ্রুতই দলে পরিবর্তনের ঘোষণা আসছে। নতুনদের সুযোগ দিয়ে সাজানো হবে অস্ট্রেলিয়া সিরিজের দল। পাকিস্তান-অস্ট্রেলিয়ার তিন ম্যাচের টেস্ট সিরিজটি শুরু হবে ১৪ ডিসেম্বর।