• আজ শুক্রবার
    • ৫ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৮ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৭ই শাওয়াল ১৪৪৬ হিজরি

    রাশির সঙ্গে জুটিবদ্ধ হচ্ছেন রবি তেজা

    রাশির সঙ্গে জুটিবদ্ধ হচ্ছেন রবি তেজা

    গাজীপুর টিভি ডেস্ক | ১৫ নভেম্বর ২০২৩ | ৪:৪৫ অপরাহ্ণ

    ভারতের দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা রবি তেজা। তার ক্যারিয়ারে অনেক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন ৫৫ বছর বয়সী এই অভিনেতা। তাকে নিয়ে পরিচালক গোপীচাঁদ মালিনেনি একটি সিনেমা নির্মাণ করছেন। সিনেমাটিতে তার বিপরীতে দেখা যাবে রাশি খান্নাকে।

    একটি সূত্রে জানা গেছে, গোপীচাঁদের এ সিনেমায় রবি তেজার বিপরীতে দ্বিতীয় নায়িকা হিসেবে অভিনয় করবেন ৩২ বছর বয়সী রাশি খান্না। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি সংশ্লিষ্টরা। তবে খুব শিগগির এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। রাশি-রবির এ সিনেমা প্রযোজনা করবে মিথরি মুভিজ মেকার্স।

    রবি তেজা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘টাইগার নাগেশ্বর রাও’। গত ২০ অক্টোবর মুক্তি পায় এটি। তবে বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে সিনেমাটি। বর্তমানে দুটি সিনেমার কাজ রয়েছে রবি তেজার হাতে। এগুলো হলো— ‘ঈগল’, ‘আরটি৪জিএম’।

    বলিউড সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন রাশি খান্না। তবে ভারতীয় দক্ষিণী সিনেমায় অভিনয় করে বিশেষ খ্যাতি লাভ করেন তিনি। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সরদার’। ২০২২ সালের অক্টোবরে মুক্তি পায় এটি। বর্তমানে তার হাতে ৪টি সিনেমার কাজ রয়েছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০