- আজ শনিবার
- ১১ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ২৬শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ২৯শে মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৫ নভেম্বর ২০২৩ | ৫:৪৭ অপরাহ্ণ
রাজধানীর শান্তিনগরে গণমিছিল করে ইসলামী আন্দোলন। শান্তিনগরে পুলিশের ব্যারিকেডের সামনে পড়েছে ইসলামী আন্দোলনের গণমিছিল। পুলিশের বাধা পেয়ে দলটির নেতাকর্মীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন। এ সময় তাদের শান্ত করেন সিনিয়র নেতারা। পরে ইসলামী আন্দোলনের নেতা মোছাদ্দেক বিল্লাহ মাদানি নেতাকর্মীদের শান্ত রাখতে বক্তব্য দেন।
এরপর দলটির সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইমতিয়াজ আলম কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন। তিনি বলেন, ‘নির্বাচন কমিশন যদি আমাদের দাবি মেনে না নেয় তাহলে আগামীকাল কঠোর কর্মসূচি নেওয়া হবে।’
বুধবার (১৫ নভেম্বর) বিকেলে তফসিল ঘোষণার সিদ্ধান্ত স্থগিত করা ও রাজনৈতিক সমঝোতা ছাড়া আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন বন্ধ রাখার দাবিতে গণমিছিল নিয়ে নির্বাচন কমিশন (ইসি) অভিমুখে যাত্রা শুরু করে ইসলামি আন্দোলন বাংলাদেশ। বিকেল ৩টা ৩৫ মিনিটে মিছিলটি বায়তুল মোকাররম থেকে শুরু হয়েছিল। এতে দলটির বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেন।
এর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে দলটির নেতারা নির্বাচন কমিশনকে তফসিল ঘোষণার সিদ্ধান্ত স্থগিত করার অনুরোধ জানান। পাশাপাশি তারা সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই সরকারের অধীনে কোনো নির্বাচন সম্ভব নয়। সরকার যদি কোনো নীল নকশা বাস্তবায়ন করতে চায় তাহলে ইসলামী আন্দোলন তা প্রতিহত করবে।