• আজ শনিবার
    • ৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৯শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৮ই শাওয়াল ১৪৪৬ হিজরি

    বিশ্বকাপে বিশ্বরেকর্ড কোহলির

    বিশ্বকাপে বিশ্বরেকর্ড কোহলির

    গাজীপুর টিভি ডেস্ক | ১৫ নভেম্বর ২০২৩ | ৫:৫৪ অপরাহ্ণ

    দৌঁড়ে ২ রান নিয়েই উদযাপনে বিরাট কোহলি। শূন্যে লাফিয়ে উঠার পর মাটিতে বসলেন আনন্দে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে তখন সবাই দাঁড়িয়ে গ্যালারিতে। করতালি আর স্যালুটে অভিনন্দন জানান ভারতীয় ব্যাটারকে। হবেই তো! ইতিহাসে লিখেছেন ৩৫ বছর বয়সী ক্রিকেটার। বিশ্বকাপে করেছেন বিশ্বরেকর্ড।

    সেঞ্চুরির হাফসেঞ্চুরি করেছেন কোহলি। আন্তর্জাতিক ওয়ানডেতে এখন সর্বোচ্চ সেঞ্চুরির মালিক তিনি। ছাড়িয়ে গেছেন ৪৯ সেঞ্চুরির মালিক শচীন টেন্ডুলকারকে। মজার বিষয় হলো, আজ স্বদেশি কিংবদন্তির মাঠে এবং শচীনের উপস্থিতিতে বিশ্বরেকর্ড গড়েছেন কোহলি। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন অঙ্কের ঘরে পৌঁছান ৪২তম ওভারে।

    মুম্বাইয়ের ছেলে শচীন। তাই সেখানাকার ওয়াংখেড়ে স্টেডিয়ামকে বলা হয় শচীনের মাঠ। নিজ শহরে উত্তরাধিকারীদের সাহস যোগাতে মাঠে হাজির ছিলেন সাবেক এই ভারতীয় ব্যাটার। কোহলি যখন সেঞ্চুরি উদযাপনে মাটিতে বসে পড়েন তখন দাড়িয়ে তাকে অভিনন্দন জানান শচীন। গ্যালারিতে থাকা আনুস্কা শর্মা ছাড়া অন্যান্য তারকাদের উল্লাসও ছিল দেখার মতো।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০