• আজ মঙ্গলবার
    • ২রা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৫ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৪ই শাওয়াল ১৪৪৬ হিজরি

    ডিপজলের উদ্যোগে সায় মেলেনি জায়েদের!

    ডিপজলের উদ্যোগে সায় মেলেনি জায়েদের!

    গাজীপুর টিভি ডেস্ক | ১৫ নভেম্বর ২০২৩ | ৭:৪২ অপরাহ্ণ

    অভিনেতা-প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের ডাক মানেই অন্যরকম উত্তেজনা। তবে এবারই বোধহয় ডিপজলের প্রস্তাবে সায় এলো না জায়েদের পক্ষ থেকে।

    ডিপজল সবাইকে এক প্যানেলে বাঁধতে চেয়েছিলেন। পরিকল্পনাটা এমন—বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হবেন ডিপজল। প্যানেলে থাকবেন রুবেল, মৌসুমী, নিপুণ আক্তার ও জায়েদ খান। তবে সাধারণ সম্পাদক নয়, জায়েদ থাকবেন নির্বাহী সদস্য বা অন্য পদে।

    আর সে প্রস্তাবে সায় মেলেনি জায়েদের। শিল্পী সমিতির নির্বাচন প্রসঙ্গে জানতে চাইলে এই চিত্রনায়ক বলেন, ‘আপাতত সমিতির নির্বাচন নিয়ে ভাবছি না। হাতে অনেক কাজ আছে, সেগুলো নিয়েই ব্যস্ত আছি। আর আগে জাতীয় নির্বাচন, তারপর শিল্পী সমিতির নির্বাচন।’

    সমিতির নির্বাচনে অংশ নেওয়ার প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘আমি তো নির্বাচিত হয়েও চেয়ারে বসতে পারছি না। কত কিছুই তো হলো। এসব নোংরামিতে যাওয়ার আর ইচ্ছা নেই। তাছাড়া শিল্পী সমিতিতে থাকাবস্থায় কোনও কাজ করতে পারিনি। হাতে অনেক কাজ জমে গেছে। সেগুলো একে একে শেষ করব।’

    শিল্পী সমিতির তিনবারের সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খানের সঙ্গে ডিপজলের সুসম্পর্ক রয়েছে। তবে সম্পাদক হিসেবে পছন্দ নয় তাঁকে। ডিপজল বললেন, ‘জায়েদ খান জুনিয়র ছেলে। ও আমার কমিটিতে থাকবে। তবে সেক্রেটারি আমি এখনও চিন্তা করি নাই। তবে যে আসবে, ভালোই আসবে। নতুন কাউকে নিয়ে আমি চিন্তা করব।’

    তিনি আরও বলেন, ‘জায়েদ খানের সমিতির কার্ডে (চলচ্চিত্র শিল্পী সমিতি) যদি কোনো ঝামেলা না থাকে, তবে সে হতে পারে। আবার এও হতে পারে নিপুণ থাকছে। সেক্রেটারি বিষয়টি নিয়ে এখন চূড়ান্ত কিছুই বলা যাবে না। তবে এটুকু বলি, চমক আসছে।’

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০